দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদককে দিনাজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গণসংবর্ধনা

- Update Time : ১১:০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৯৭ Time View
সাহসী ও নির্ভীক সাংবাদিক দৈনিক নওরোজ সম্পাদক শামসুল হক দুররানীকে দিনাজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
২ ফেব্রুয়ারি ২০২৫ রোববার সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাবে গণমানুষের সাপ্তাহিক পত্রিকা ” দিনাজপুর এক্সপ্রেস ” এর ১১তম বর্ষপূর্তি এবং উচ্চারণ ক্লাব এর ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ” দৈনিক নওরোজ ” এর সম্পাদক ও প্রকাশক শামসুল হক দুররানীকে গণসংবর্ধনা ও বিনোদনমূলক অনুষ্ঠান হৈ-চৈ অনুষ্ঠানে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন “দৈনিক নওরোজ” এর সম্পাদক ও প্রকাশক শামসুল হক দুররানী।
গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম ঢাকার সহ-সভাপতি নির্মল চক্রবর্তী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শাহীন খান, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী ও বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন ব্যক্তি ও দিনাজপুরের সাংস্কৃতিক সংগঠনসমূহ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক নওরোজ এর ব্যুরো প্রধান ও সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেসের সম্পাদক ও প্রকাশক বাবু আহমেদ বাব্বা। উপস্থাপনা করেন এস এম রফিক।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন অগ্নিলা নৃত্য নিকেতন-দিনাজপুর, নিউ এ্যাংকর ব্যান্ড-দিনাজপুর, অম্বিকা সাংস্কৃতিক পরিবার-দিনাজপুর, স্বেচ্ছাসেবী সংগঠন বিটোপি-দিনাজপুর এবং নতুন প্রজন্ম সাহিত্য সংসদ-দিনাজপুর।
আরও পড়ুন>>>