দেশের উন্নয়নে ভ্যাট অত্যন্ত গুরুত্বপূর্ণ—রংপুরে এনবিআর সদস্যের মন্তব্য
- Update Time : ০৬:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ২৪ Time View
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মোহাঃ আল আমিন প্রামানিক বলেছেন, ভ্যাট হলো অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের একটি সর্বোত্তম হাতিয়ার। তিনি সুষ্ঠু কর সংস্কৃতি ও ব্যবসা-বান্ধব ভ্যাট ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ভ্যাট ব্যবস্থাপনাকে অনলাইনভিত্তিক করা এবং কাঠামোগত সংস্কারের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন পরবর্তি অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজস্ব হচ্ছে দেশের উন্নয়নের চালিকা শক্তি। দেশের সম্মানিত নাগরিকগণ ভ্যাট প্রদানের মধ্যদিয়ে রাজস্ব আদায়ে ভুমিকা রাখে এবং দেশের উন্নয়নে ভুমিকা রাখেন। ভ্যাট প্রদানের ব্যবসায়ীদের ভুমিকা অত্যন্তগুরুত্বপূর্ণ। দেশের প্রয়োজনে, আমাদের প্রয়োজনে এবং আগামীর ভবিষৎ এর প্রয়োজনের আমাদের সকলকে ভ্যাট প্রদানে এগিয়ে আসা দরকার। এসময় তিনি ভ্যাট দিবসের স্লোগানকে সাফল্যমন্ডিত করার জন্য সবাইকে অনুরোধ করেন।
অনুষ্ঠানের সভাপতি রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার জনাব অরুণ কুমার বিশ্বাস বলেন, উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলো রাজস্ব। রাজস্ব আহরণে সকল অংশীজনকে সম্পৃক্ত করা এবং জাতিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী করতে ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নের বিকল্প নেই। বর্তমানে সময় এসেছে নতুনভাবে স্বপ্ন দেখার, পুরোনো ঘুণে ধরা ব্যক্তিকেন্দ্রিক অচলায়তন ভেঙে সুশাসন, শুদ্ধাচার, ন্যায়ানুগ সমাজ ও পরিবেশ তৈরি করার।
“ভ্যাট দিয়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নগরীর কামাল কাছনায় আগামী চাষি কনফারেন্স হলে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মোহাঃ আল আমিন প্রামানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল-রংপুরের কর কমিশনার মোঃ আবু সাইদ সোহেল, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের প্রেসিডেন্ট এমদাদুল হোসেন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডন্ট গোলাম জাকারিয়া পিন্টু, পরিচালক ও কথাসাহিত্যিক রানা মাসুদ। সভাপতিত্ব করেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার জনাব অরুণ কুমার বিশ্বাস। সেমিনারে উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার খায়রুল কবির মিয়া, যুগ্ম কমিশনার জনাব মহিববুর রহমান ভূঞাসহ এ কমিশনারেটের আওতাধীন নানা শ্রেণির ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী, এ দপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ।
এর আগে বেলুন উড়িয়ে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।























































































































































































