ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশে একটি দল ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে : সালাহউদ্দিন

রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৪:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ২৮ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে একটি রাজনৈতিক দল, যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে, তারা চায় যেন এ দেশের নারীরা অন্দরমহলে বন্দি থাকে, দেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে, যেন এই দেশে নারীর অগ্রগতি না হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বাংলাদেশের মাটিতে ধর্ম ও জাতিগত বিভাজন থাকবে না; সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে এই অধিকার আইনি ভিত্তি পেয়েছে। বিএনপি এটিকে অক্ষরে অক্ষরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

সমাবেশে তিনি অভিযোগ করে বলেন, একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এবং নারীদের ঘরে বন্দি রাখার মতো প্রস্তাব দিচ্ছে। নারী কর্মঘণ্টা কমানোর বক্তব্যকে তিনি নারীর কর্মসংস্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন।

সালাহউদ্দিন আরও বলেন, নারীদের রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিএনপির ৩১ দফার মাধ্যমে নারীর নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান সংশোধনের জন্য গণভোট নয়, সংসদ প্রয়োজন— এ মন্তব্য করে তিনি একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান।

সমাবেশ শেষে নারীরা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মৌন মিছিল করে।

নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাড. নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় এতে আরও বক্তব্য দেন শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

দেশে একটি দল ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে : সালাহউদ্দিন

রাজনীতি ডেস্ক
Update Time : ০৪:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে একটি রাজনৈতিক দল, যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে, তারা চায় যেন এ দেশের নারীরা অন্দরমহলে বন্দি থাকে, দেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে, যেন এই দেশে নারীর অগ্রগতি না হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বাংলাদেশের মাটিতে ধর্ম ও জাতিগত বিভাজন থাকবে না; সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে এই অধিকার আইনি ভিত্তি পেয়েছে। বিএনপি এটিকে অক্ষরে অক্ষরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

সমাবেশে তিনি অভিযোগ করে বলেন, একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এবং নারীদের ঘরে বন্দি রাখার মতো প্রস্তাব দিচ্ছে। নারী কর্মঘণ্টা কমানোর বক্তব্যকে তিনি নারীর কর্মসংস্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন।

সালাহউদ্দিন আরও বলেন, নারীদের রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিএনপির ৩১ দফার মাধ্যমে নারীর নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান সংশোধনের জন্য গণভোট নয়, সংসদ প্রয়োজন— এ মন্তব্য করে তিনি একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান।

সমাবেশ শেষে নারীরা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মৌন মিছিল করে।

নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাড. নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় এতে আরও বক্তব্য দেন শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীন প্রমুখ।