ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

‘দেবী কালী’র বিকৃত ছবি পোস্ট করা নিয়ে ক্ষমা চাইলেন ইউক্রেনের মন্ত্রী

Reporter Name
  • Update Time : ০৪:২৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ২২৫ Time View

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা টুইটারে ‘দেবী কালী’র বিকৃত ছবি পোস্ট করা নিয়ে ক্ষমা চেয়েছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টুইটে এমিন লেখেন, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের একটি টুইটে দেবী কালীকে বিকৃতভাবে দেখানো হয়েছিল। সেই টুইটের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ইউক্রেন ও এদেশের প্রতিটি মানুষ ভারতীয় সংস্কৃতিকে সম্মান করে এবং আমাদের প্রতি ভারতের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।

তিনি বলেন, ওই ছবিটি ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে।

এর আগে, রোববার টুইটারে একটি স্ক্রিনশট ভাইরাল হয়। তাতে দেখা গিয়েছে বিস্ফোরণের সঙ্গে মিল রেখে দেবী কালীর একটি ছবি পোস্ট করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একদিকে মেঘের ছবি, অন্যদিকে দেবী কালীর বিকৃত ছবি পোস্ট করা হয়। যা অত্যন্ত অবমাননাকর বলে জানান ভারতীয়রা।

একাধিক রিপোর্ট অনুযায়ী, কিছুক্ষণ পরেই ওই ছবিটি মুছে দেওয়া হয়। ততক্ষণে অবশ্য ভাইরাল হয়ে যায় স্ক্রিনশট।

একজন টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন, জঘন্য! ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয় মা কালীকে অবমাননাকর ভঙ্গিতে চিত্রিত করছে। এটি শিল্পের কাজ নয়। আমাদের বিশ্বাস তামাশার বিষয় নয়। এটি নামিয়ে নিন এবং ক্ষমা চান।

অন্য একজন টুইটার ব্যবহারকারী বলেছেন, ১৪০ কোটি ভারতীয়দের অনুভূতিতে আঘাত করা ঠিক নয়। দয়া করে এটি সরিয়ে দিন।

এমিন সম্প্রতি ভারত সফর করেছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর ছিল এটি।

Tag :

Please Share This Post in Your Social Media

‘দেবী কালী’র বিকৃত ছবি পোস্ট করা নিয়ে ক্ষমা চাইলেন ইউক্রেনের মন্ত্রী

Reporter Name
Update Time : ০৪:২৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা টুইটারে ‘দেবী কালী’র বিকৃত ছবি পোস্ট করা নিয়ে ক্ষমা চেয়েছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টুইটে এমিন লেখেন, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের একটি টুইটে দেবী কালীকে বিকৃতভাবে দেখানো হয়েছিল। সেই টুইটের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ইউক্রেন ও এদেশের প্রতিটি মানুষ ভারতীয় সংস্কৃতিকে সম্মান করে এবং আমাদের প্রতি ভারতের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।

তিনি বলেন, ওই ছবিটি ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে।

এর আগে, রোববার টুইটারে একটি স্ক্রিনশট ভাইরাল হয়। তাতে দেখা গিয়েছে বিস্ফোরণের সঙ্গে মিল রেখে দেবী কালীর একটি ছবি পোস্ট করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একদিকে মেঘের ছবি, অন্যদিকে দেবী কালীর বিকৃত ছবি পোস্ট করা হয়। যা অত্যন্ত অবমাননাকর বলে জানান ভারতীয়রা।

একাধিক রিপোর্ট অনুযায়ী, কিছুক্ষণ পরেই ওই ছবিটি মুছে দেওয়া হয়। ততক্ষণে অবশ্য ভাইরাল হয়ে যায় স্ক্রিনশট।

একজন টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন, জঘন্য! ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয় মা কালীকে অবমাননাকর ভঙ্গিতে চিত্রিত করছে। এটি শিল্পের কাজ নয়। আমাদের বিশ্বাস তামাশার বিষয় নয়। এটি নামিয়ে নিন এবং ক্ষমা চান।

অন্য একজন টুইটার ব্যবহারকারী বলেছেন, ১৪০ কোটি ভারতীয়দের অনুভূতিতে আঘাত করা ঠিক নয়। দয়া করে এটি সরিয়ে দিন।

এমিন সম্প্রতি ভারত সফর করেছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর ছিল এটি।