দু’দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
- Update Time : ০৫:৪৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৯ Time View
আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ও বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণআন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
সংবাদ সম্মেলনে ডা. জাহিদ হোসেন বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণে আগামী ১৪ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে একটি স্মরণসভা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় একটি সমাবেশের আয়োজন করা হবে। এখনো সমাবেশের স্থান নির্ধারণ করা হয়নি, তবে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানের যেকোনো এক জায়গায় সমাবেশটি হতে পারে।
এছাড়া ১৫ সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে বিভাগীয় শহরগুলোতে ‘গণতন্ত্রের’ র্যালি অনুষ্ঠিত হবে। বিএনপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এই কর্মসূচির মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আরো বেগবান হবে।
এর আগে দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়