দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক হলে বিয়ে করা বাধ্যতামূলক নয় : রুদ্রনীল

- Update Time : ০৭:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ১০০ Time View
অতীতে একাধিক অভিনেত্রীর সঙ্গে রুদ্রনীল ঘোষের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। কিন্তু তিনি নিজে কখনোই সরাসরি সম্পর্কগুলোর কথা স্বীকার করেননি। আবার অস্বীকারও করেননি। তবে একবার একটি সম্পর্ক ভাঙার সময় আইনি জটিলতায় জড়ান বিজেপি নেতা, তথা অভিনেতা।
এবার সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা।
পডকাস্ট শোতে এসে রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, দুজন পূর্ণবয়স্ক পুরুষ এবং নারীর মধ্যে তাদের দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক তৈরি হলে, ঘনিষ্ঠতা হলেও বিয়ে করা বাধ্যতামূলক নয়।
তার মতে, বিয়ে করার কথা ভেবে কেউই শারীরিকভাবে ঘনিষ্ঠ হননি। যৌনতায় দুজনের সম্মতিই যথেষ্ট।
অভিনেতা এদিন স্পষ্ট করে জানিয়ে দেন, একজন বিয়ে করতে চাইছে বলেই আরেকজনকেও বিয়ে করতে হবে, এমনটা নয়। বাধ্যতামূলক নয় বিষয়টা।
এদিন রুদ্রনীল ঘোষ আরো বলেন, মেয়েরা আইনের থেকে সম্পূর্ণ সমর্থন পান বলে অনেকেই এই আইনের অপব্যবহার করে থাকেন। রুদ্রনীলের মতে, কারো সঙ্গে শুইলেই বিয়ে করতে হবে, এমন নয়।
অভিনেতার ভাষ্যে, ‘সম্মতি যৌনতায়। দুজনের সম্মতিতে বিছানায় শুয়েছি। বিয়ের কথা ভেবে শুইনি।’
প্রসঙ্গত, রুদ্রনীল ঘোষের সেই প্রাক্তন বান্ধবী তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হওয়ার পর বিয়ের কথা বলেছিলেন। অভিনেতাকে চাপও দিয়েছিলেন কিন্তু তিনি তখন ক্যারিয়ারে মন দিতে চেয়েছিলেন বলে বিয়ে করতে চাননি।
এরপর তার সেই প্রেমিকা বিষয়টা নিয়ে আইন আদালত পর্যন্ত করেছিলেন।