ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনা প্রতিনিধি
  • Update Time : ১২:১৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ১০২২ Time View

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার (৮ নভেম্বর) দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর এটি তাঁর প্রথম জেলা সফর এবং রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার পর পঞ্চমবারের মতো পাবনা সফর।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে পাবনায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

রাষ্ট্রপতির প্রটোকল সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করবেন। এরপর তিনি পাবনা সার্কিট হাউসে অবস্থান করবেন।

দুপুরে তিনি কেন্দ্রীয় আরিফপুর গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে গোরস্থান মাদ্রাসায় এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করবেন। বিকেলে সার্কিট হাউসে বিশ্রাম শেষে সন্ধ্যায় নিজ বাসভবনে আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করবেন।

রাষ্ট্রপতি রাতে সার্কিট হাউসে অবস্থান করবেন এবং রোববার সকালে ঢাকায় বঙ্গভবনে ফিরে যাবেন।

পাবনার কৃতীসন্তান মো. সাহাবুদ্দিনের জন্ম ও বেড়ে ওঠা পাবনা শহরেই। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, আমিন উদ্দিন আইন কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

রাজনীতির পাশাপাশি তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তরুণ বয়সে তিনি সাংবাদিকতাও করেছেন এবং ছিলেন ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের ২২তম সদস্য।

Please Share This Post in Your Social Media

দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনা প্রতিনিধি
Update Time : ১২:১৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার (৮ নভেম্বর) দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর এটি তাঁর প্রথম জেলা সফর এবং রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার পর পঞ্চমবারের মতো পাবনা সফর।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে পাবনায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

রাষ্ট্রপতির প্রটোকল সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করবেন। এরপর তিনি পাবনা সার্কিট হাউসে অবস্থান করবেন।

দুপুরে তিনি কেন্দ্রীয় আরিফপুর গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে গোরস্থান মাদ্রাসায় এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করবেন। বিকেলে সার্কিট হাউসে বিশ্রাম শেষে সন্ধ্যায় নিজ বাসভবনে আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করবেন।

রাষ্ট্রপতি রাতে সার্কিট হাউসে অবস্থান করবেন এবং রোববার সকালে ঢাকায় বঙ্গভবনে ফিরে যাবেন।

পাবনার কৃতীসন্তান মো. সাহাবুদ্দিনের জন্ম ও বেড়ে ওঠা পাবনা শহরেই। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, আমিন উদ্দিন আইন কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

রাজনীতির পাশাপাশি তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তরুণ বয়সে তিনি সাংবাদিকতাও করেছেন এবং ছিলেন ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের ২২তম সদস্য।