মির্জা ফখরুল
দুই কারণে খালেদা জিয়ার লন্ডনযাত্রায় বিলম্ব
- Update Time : ০৫:৩৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / ২৪ Time View
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্বের দু’টি কারণের কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ব্যাপারে শুক্রবার সকালে সাংবাদিকদের তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার খালেদা জিয়ার অবস্থার ‘অবনতি’ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা বিলম্বিত হয়েছে। এছাড়া কাতার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যায়নি।
মির্জা ফখরুল বলেন, ‘এটি কেবল বিমানের সমস্যা নয়, তার স্বাস্থ্যের অবস্থাও একটি কারণ। গতকাল তাঁর স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছিল।’
এরপর বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মসজিদের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, চিকিৎসকেরা নিশ্চিত করলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে বলে। তিনি বলেন, ‘খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। চিকিৎসকেরা যদি নিশ্চিত করেন যে, তিনি বিমানে ওঠার জন্য উপযুক্ত, তাহলেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হবে। চিকিৎসকেরা আশা করছেন, শনিবার কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে পৌঁছালে রোববার তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে।’
এর আগে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা করছেন উল্লেখ করে তিনি বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় গত এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের উচ্চমানের চিকিৎসকেরা তাঁর চিকিৎসা করছেন। তবে এই চিকিৎসা আরও উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে সবাই মনে করছেন। সে কারণে তাঁকে ইংল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে ছয় বছর কারারুদ্ধ করে রেখেছিল উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এর মধ্যে দুই বছর তাঁকে নির্জন, পুরোনো কারাগারে আটক করে রাখা হয়েছে। সবাই সন্দেহ করেন, সেখান থেকেই তাঁর রোগের সূচনা হয়। চিকিৎসার অভাবে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। করোনার সময় থেকে গত চার বছর তিনি গুরুতর অসুস্থ ছিলেন। এরপর তিনি সুস্থ হলেও কিছুদিন আগে আবার অসুস্থ হয়ে পড়েন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়




































































































































































