দিনাজপুরে ডেভিল হান্টে গ্রেপ্তার হলেন সাবেক মন্ত্রীর ভাই

- Update Time : ১২:২৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৮ Time View
দিনাজপুরের ফুলবাড়ীতে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের ছোট ভাই মোহাম্মদ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের বাসস্টান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আলী ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জামগ্রাম এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের ছোট ভাই। এ ছাড়া তিনি বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় মমলার এজাহারভুক্ত ৪৮ নম্বর আসামি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন বলেন, ‘সারাদেশের মতো ফুলবাড়ী থানার একটি চৌকস দল সোমবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের বাসস্টান্ড এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে। তিনি বিএনপির মিছিলে ককটেল হামলা মমলার এজাহারভুক্ত আসামি। আজ দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।
এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একাট মামলা দায়ের করেন।