দিনব্যাপী আয়োজনে শেকৃবিতে নবীনদের বরণ উৎসব

- Update Time : ০৬:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৩ Time View
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে নবীন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় টিএসসি কমপ্লেক্সের সম্মুখ প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক (ছাত্রদল, ছাত্রশিবির) ছাত্র সংগঠন স্টল সাজিয়ে নিজেদের কার্যক্রম তুলে ধরে এবং নবীনদের সংগঠনে যুক্ত হওয়ার আহ্বান জানায়।
রেজিস্ট্রেশন শেষে সকাল ৯টা ৪৫ মিনিটে নবীন শিক্ষার্থীরা মিলনায়তনে আসন গ্রহণ করেন। ১০টায় অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেন এবং ১০টা ১০ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতৃবৃন্দ নবীনদের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় শেকৃবি ফিল্ম সোসাইটির প্রযোজনায় একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যা নবীনদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেয়।
পরে প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ, প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী, বিভিন্ন অনুষদের ডিন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভাপতি ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. আশাবুল হক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, “আমাদের রয়েছে দেশের মধ্যে সবচেয়ে ভালো আবাসিক ব্যবস্থা। শতভাগ শিক্ষার্থী হলে থাকার সুযোগ কেবল শেকৃবিতেই রয়েছে। আমরা র্যাগিং ও মাদকমুক্ত বিশ্ববিদ্যালয় গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। অভিভাবকরা যেন নিশ্চিন্তে সন্তানদের আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই।”
দ্বিতীয় পর্বে দুপুর ২টায় আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. রজ্জব আলী কোর্স লে-আউট উপস্থাপন করেন। এরপর উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বাংলাদেশে কৃষি গ্র্যাজুয়েটদের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। দিনের শেষ ভাগে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘সপ্তক’ নবীনদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানটি ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. আশাবুল হকের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সঞ্চালনায় সম্পন্ন হয়।