দিন ও রাতের তাপমাত্রা ২ ডিগ্রি বাড়তে পারে
- Update Time : ০১:৫৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৩১ Time View
মাঘ মাস বিদায় নিয়েছে। এর সঙ্গে সারা দেশে গরম বেড়েছে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আগামী ৩ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রোববার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, তাপমাত্রা বৃদ্ধি পেলেও সারা দেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এসময় শীতের অনুভূতি বেশি থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে।
তিনি বলেন, আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ১০ ডিগ্রি সেলসিয়াস।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়































































































































































