ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়কে ভয় দেখানো হতো : হাসনাত আব্দুল্লাহ লবণের ট্রাকে ইয়াবা পাচারের মামলায় চালকের যাবজ্জীবন রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না বুলবুল-ফাহিমের, করতে হবে নির্বাচন ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় জামায়াত নেতা বহিষ্কার ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করায় ৩০০ কোটির ক্ষতিপূরণ গুনছে ইউটিউব পুরান ঢাকাকে আগের ঐতিহ্যে ফিরিয়ে নিবো – আলহাজ্ব আব্দুর রহমান সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না : ক্রীড়া উপদেষ্টা বিজিবি জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে : ডিজি লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর, ভারতের প্রতিক্রিয়া

থানা থেকে অস্ত্র লুট করে বিক্রি চক্রের মুল হোতা গ্রেফতার

লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি
  • Update Time : ১০:২৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / ১৩০ Time View

৫ই আগস্ট চট্টগ্রামের লোহাগাড়া থানা হতে লুট হওয়া অস্ত্র বিক্রির মূলহোতা মো. বাবুল প্রকাশ ডাকাত বাবুলকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুনতি বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাবুল (৪০) লোহাগাড়া উপজেলা চুনতি বনপুকুর নলবনিয়া এলাকার বশির আহমদের ছেলে।

লোহাগাড়া সূত্রে জানা যায়, গত ৩ মার্চ রাতে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে মাইকে ‘ডাকাত এসেছে’ ঘোষণা দিয়ে নেজাম উদ্দিন ও আবু ছালেক নামে দুই জামায়াত কর্মীকে গণপিটুনি হত্যা করা হয়।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। অস্ত্রটি নিহত নেজামের পাশে পড়ে ছিল, উদ্ধারকৃত অস্ত্রটি আটক পুলিশ সদস্য রিয়াদ ৫ লাখ টাকায় বিক্রি করে বলে অভিযোগ ওঠে। পরে চট্টগ্রাম নগরীর কাঠগড় এলাকা থেকে লোহাগাড়া থানা থেকে লুট হওয়া একটি তারাশ পিস্তল ও ছয় রাউন্ডগুলিসহ পুলিশ কনস্টেবল রিয়াদ, আব্দুল গনি, আবু বক্কর, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান এবং মো. ইসহাক নামের ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে লোহাগাড়া থানা পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করেন। আদালত ৬ জনের বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃতদের ২ দিনের রিমান্ড শেষে তাদের দেওয়া তথ্য মতে ডাকাত বাবুলকে গ্রেফতার করা হয়।

তিনিও থানা থেকে অস্ত্র ও নগদ টাকা লুট এবং অস্ত্র বিক্রি করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেন। তার বিরুদ্ধে লোহাগাড়া থানাসহ দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, দ্রুতবিচার, বিস্ফোরক দ্রব্য ও মাদক মামলাসহ ১০টির অধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানাও রয়েছে।

সোমবার দুপুরে তাকে পুলিশ এসকর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

থানা থেকে অস্ত্র লুট করে বিক্রি চক্রের মুল হোতা গ্রেফতার

লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি
Update Time : ১০:২৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

৫ই আগস্ট চট্টগ্রামের লোহাগাড়া থানা হতে লুট হওয়া অস্ত্র বিক্রির মূলহোতা মো. বাবুল প্রকাশ ডাকাত বাবুলকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুনতি বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাবুল (৪০) লোহাগাড়া উপজেলা চুনতি বনপুকুর নলবনিয়া এলাকার বশির আহমদের ছেলে।

লোহাগাড়া সূত্রে জানা যায়, গত ৩ মার্চ রাতে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে মাইকে ‘ডাকাত এসেছে’ ঘোষণা দিয়ে নেজাম উদ্দিন ও আবু ছালেক নামে দুই জামায়াত কর্মীকে গণপিটুনি হত্যা করা হয়।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। অস্ত্রটি নিহত নেজামের পাশে পড়ে ছিল, উদ্ধারকৃত অস্ত্রটি আটক পুলিশ সদস্য রিয়াদ ৫ লাখ টাকায় বিক্রি করে বলে অভিযোগ ওঠে। পরে চট্টগ্রাম নগরীর কাঠগড় এলাকা থেকে লোহাগাড়া থানা থেকে লুট হওয়া একটি তারাশ পিস্তল ও ছয় রাউন্ডগুলিসহ পুলিশ কনস্টেবল রিয়াদ, আব্দুল গনি, আবু বক্কর, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান এবং মো. ইসহাক নামের ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে লোহাগাড়া থানা পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করেন। আদালত ৬ জনের বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃতদের ২ দিনের রিমান্ড শেষে তাদের দেওয়া তথ্য মতে ডাকাত বাবুলকে গ্রেফতার করা হয়।

তিনিও থানা থেকে অস্ত্র ও নগদ টাকা লুট এবং অস্ত্র বিক্রি করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেন। তার বিরুদ্ধে লোহাগাড়া থানাসহ দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, দ্রুতবিচার, বিস্ফোরক দ্রব্য ও মাদক মামলাসহ ১০টির অধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানাও রয়েছে।

সোমবার দুপুরে তাকে পুলিশ এসকর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।