থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের বড় পরাজয়
- Update Time : ০৮:৪৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ১৬৯৪ Time View
থাইল্যান্ডের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচের প্রথমটিতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিতে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে থাইল্যান্ড। ফিফার র্যাংকিংয়ে তাদের অবস্থান ৫৩। যেখানে বাংলাদেশের র্যাংকিং ১০৪। শক্তিশালী থাইল্যান্ড নারী ফুটবল দলের কাছে ৩-০ গোলে হেরেছে পিটার বাটলারের শিষ্যরা।
শুক্রবার (২৪ অক্টোবর) ব্যাংককের থুনবুরি ইউনিভার্সিটি ফুটবল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচটি ফিফা স্বীকৃতি। তবে বাফুফে ও থাই ফুটবল এসোসিয়েশন ম্যাচটি ক্লোজড ডোর আয়োজন করছে। ফলে সরাসরি লাইভ সম্প্রচার হয়নি ম্যাচটি। এতে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা খেলা দেখার সুযোগ পাননি।
ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলার মেয়েরা। দ্বিতীয়ার্ধের সমতায় ফেরার আশা নিয়ে মাঠে নামে ঋতুপর্ণা-শামসুন্নাহাররা। তবে উল্টো আরও দুই গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা।
সামর্থ্যের প্রমাণ দিয়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। বড় মঞ্চে মাঠে নামার নিজেদের ঝালিয়ে নিতেই থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলছে পিটার বাটলারের শিষ্যরা।
তবে নিজেদের ঝালিয়ে নেওয়ার শুরুটা ভালো হলো বাংলার মেয়েদের। এই ম্যাচ দিয়ে প্রায় সাড়ে তিন মাস পর আবারও মাঠে নামলো বাংলাদেশ নারী ফুটবল দল। সর্বশেষ জুলাইয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে ৭-০ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়
































































































