তেলেগু সিনেমায় রাজ করবেন শ্রীলীলা!

- Update Time : ০৮:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ৩১৫ Time View
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রীলীলা। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। তবে ২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী।
এতে তার বিপরীতে অভিনয় করেন রোশান মেকা। ৮ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ২০ কোটি রুপি। সিনেমাটির জন্য ৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন শ্রীলীলা। কিন্তু কয়েক বছরের ব্যবধানে বেড়ে গেছে তার পারিশ্রমিক। শ্রীলীলা এখন ১ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।
এদিকে জ্যোতিষী বেনু স্বামী ভবিষ্যদ্বাণী করেছেন- তেলেগু সিনেমা রাজ করবেন শ্রীলীলা। টলিউড ডটনেট এ খবর প্রকাশ করেছে। জ্যোতিষী বেনু স্বামী তার ভবিষ্যদ্বাণীতে বলেছেন- শ্রীলীলা মীন রাশির জাতিকা। তার জন্মকুণ্ডলীতে শক্তিশালী রাজ যোগ রয়েছে। এই রাজ যোগের একটি হচ্ছে, সে খ্যাতি লাভ করবে।
যশ-খ্যাতি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অর্থ উপার্জন করবে। ২০২৮ সালের মধ্যে শ্রীলীলা তেলেগু সিনেমায় একটি বড় নাম হয়ে উঠবে এবং অনেক বছর রাজত্ব করবে। ভারতের দক্ষিণী সিনেমার অনেককে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন বেনু স্বামী, যা বাস্তবে সত্যি হয়েছে। তার মধ্যে অন্যতম হলো সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যর বিবাহবিচ্ছেদ।
শুধু তাই নয়, তারকা শিল্পীরাও তাদের ক্যারিয়ারের সাফল্য নিয়ে বেনু স্বামীর দ্বারস্থ হয়ে থাকেন। শ্রীলীলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধামাকা’। এতে তার সহশিল্পী ছিলেন রবি তেজা। ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পায় এটি। ৩৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা ১০৮ কোটি রুপি আয় করেছে।
বর্তমানে তেলেগু ভাষার ৮টি সিনেমার কাজ রয়েছে শ্রীলীলার হাতে। এর মধ্যে দুটো সিনেমার শুটিং শেষ করেছেন। বাকি ৬টি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। ২০০১ সালের ১৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা। সেখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেছেন তিনি। পরবর্তীতে ভারতে ফিরে বড় পর্দায় নাম লেখান এই অভিনেত্রী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়