ব্রেকিং নিউজঃ
তেল আবিবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
- Update Time : ০৪:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / ১২৩ Time View
ইয়েমেন থেকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলে। দেশটির বৃহত্তম শহর তেল আবিবের দক্ষিণে আঘাত হেনেছে হুথিদের একটি ক্ষেপণাস্ত্র। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গে ইয়েমেন থেকে ছোঁড়া একটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়। তবে, ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধ করতে ব্যর্থ হন তারা।
ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্র জানান, কিছুক্ষণ আগে তেল আবিবের দক্ষিণে একটি আবাসনে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি বেনি ব্রাক শহরে পতিত হয়েছে।
নওরোজ/এসএইচ