ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার প্রধান আসামী এসআই আকবরের জামিনে মুক্তি মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে গাড়ি থেকে ২ মরদেহ উদ্ধার কাকে ভোট দেবেন প্রশ্নে সিদ্ধান্তহীনতায় ৪৮.৫০ শতাংশ ভোটার মোহাম্মদপুরে জেনেভা ক‍্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ কুয়ালালামপুর পৌঁছেছেন প্রধান উপদেষ্টা হত্যা মামলায় সোলায়মান সেলিম রিমান্ডে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়: তারেক রহমান চাঁদাবাজির মামলায় একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু গ্রেপ্তার সাগর-রুনি হত্যা, ১২০ বার পেছাল তদন্ত প্রতিবেদন

তুরস্কের স্কি রিসোর্টের হোটেলের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, আটক ৯

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০২:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ১২৫ Time View

তুরস্কে একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনার সঙ্গে সংযোগ থাকার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত সাড়ে ৩ টার দিকে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বোলু পর্বতের কারতালকাইয়া রিসোর্টের ১২ তলা গ্র্যান্ড কারতাল হোটেলের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় হোটেলটিতে ২৩৪ জন অতিথি ছিলেন। তাদের মধ্যে অন্তত ৫১ জন আহত হয়েছেন।

বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকাইয়া জানান, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে হোটেলটির মালিকও আছেন।

ইয়ারলিকাইয়া আরও জানান, নিহতদের মধ্যে ৪৫ জনের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, বাকি মৃতদেহগুলো শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে।

রয়টার্স জানিয়েছে, কর্তৃপক্ষ হোটেলটির সুরক্ষা ব্যবস্থা নিয়ে ক্রমাগত সমালোচনার মুখোমুখি হচ্ছে। আগুন লাগার পর কেনো সতর্কতামূলক সঙ্কেত বাজেনি, বেঁচে যাওয়া লোকজন এমন অভিযোগ করছেন। হোটেলের অতিথিরা বলছেন, পুরোপুরি অন্ধকার হয়ে যাওয়া ধোঁয়ার ভরা করিডোর ধরে তাদের পালিয়ে আসতে হয়েছে।

আগুন ছড়িয়ে পড়ার সময় আতঙ্কিত অতিথিরা দৌঁড়াদৌঁড়ি শুরু করেন, অনেকেই হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়েন আর আহত হন।

ঘটনার জন্য হোটেল কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

তদন্তে নেতৃত্ব দেওয়ার জন্য তুরস্কের সরকার তিনজন সরকারি কৌঁসুলিকে নিয়োগ দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান বুধবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

কারতালকাইয়া তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল থেকে প্রায় ২৯৫ কিলোমিটার পূর্ব দিকে। প্রতি বছর স্কি ঋতুতে হাজার হাজার পর্যটক জনপ্রিয় এই গন্তব্যটিতে যান। এবার শীতকালীন পর্যটনের ভরা মৌসুমে দেশটির অন্যতম শীর্ষ এ গন্তব্যে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

Please Share This Post in Your Social Media

তুরস্কের স্কি রিসোর্টের হোটেলের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, আটক ৯

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০২:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

তুরস্কে একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনার সঙ্গে সংযোগ থাকার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত সাড়ে ৩ টার দিকে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বোলু পর্বতের কারতালকাইয়া রিসোর্টের ১২ তলা গ্র্যান্ড কারতাল হোটেলের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় হোটেলটিতে ২৩৪ জন অতিথি ছিলেন। তাদের মধ্যে অন্তত ৫১ জন আহত হয়েছেন।

বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকাইয়া জানান, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে হোটেলটির মালিকও আছেন।

ইয়ারলিকাইয়া আরও জানান, নিহতদের মধ্যে ৪৫ জনের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, বাকি মৃতদেহগুলো শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে।

রয়টার্স জানিয়েছে, কর্তৃপক্ষ হোটেলটির সুরক্ষা ব্যবস্থা নিয়ে ক্রমাগত সমালোচনার মুখোমুখি হচ্ছে। আগুন লাগার পর কেনো সতর্কতামূলক সঙ্কেত বাজেনি, বেঁচে যাওয়া লোকজন এমন অভিযোগ করছেন। হোটেলের অতিথিরা বলছেন, পুরোপুরি অন্ধকার হয়ে যাওয়া ধোঁয়ার ভরা করিডোর ধরে তাদের পালিয়ে আসতে হয়েছে।

আগুন ছড়িয়ে পড়ার সময় আতঙ্কিত অতিথিরা দৌঁড়াদৌঁড়ি শুরু করেন, অনেকেই হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়েন আর আহত হন।

ঘটনার জন্য হোটেল কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

তদন্তে নেতৃত্ব দেওয়ার জন্য তুরস্কের সরকার তিনজন সরকারি কৌঁসুলিকে নিয়োগ দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান বুধবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

কারতালকাইয়া তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল থেকে প্রায় ২৯৫ কিলোমিটার পূর্ব দিকে। প্রতি বছর স্কি ঋতুতে হাজার হাজার পর্যটক জনপ্রিয় এই গন্তব্যটিতে যান। এবার শীতকালীন পর্যটনের ভরা মৌসুমে দেশটির অন্যতম শীর্ষ এ গন্তব্যে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।