ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা

অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য, শেকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৭:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ১৪৯ Time View

উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। ছবি: নিজস্ব

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপাচার্যের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন কৃষি অনুষদের চারটি চলমান ব্যাচের শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা যে তিনটি দাবি উত্থাপন করেন সেগুলো হলো:

১. কৃষি অনুষদের শিক্ষার্থীদের জন্য দ্রুততম সময়ের মধ্যে পেইড ইন্টার্নশিপ চালু

২. বন্ধ হয়ে যাওয়া SAARC ট্যুর পুনরায় চালু এবং

৩. শ্রেণিকক্ষগুলো আধুনিকায়ন করে এসি ও সাউন্ড সিস্টেম সংযোজন।

শিক্ষার্থীদের দাবি, দেশের কৃষি খাতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে হাতে-কলমে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ কিছু কৃষি বিশ্ববিদ্যালয়ে পেইড ইন্টার্নশিপ চালু অথবা পরীক্ষামূলক ভাবে শুরু হলেও শেকৃবিতে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি, যা শিক্ষার্থীদের জন্য একটি বড় ধরনের বৈষম্য।

তারা আরও জানান, আগে কৃষি অনুষদের শিক্ষার্থীরা স্নাতক কোর্সের শেষদিকে SAARC দেশগুলোতে শিক্ষা সফরে অংশ নেওয়ার সুযোগ পেতেন। দীর্ঘদিন ধরে এই কার্যক্রম বন্ধ রয়েছে, যা পুনরায় চালু করা হলে আন্তর্জাতিক কৃষি ব্যবস্থা ও প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন সম্ভব হবে।

এছাড়া শ্রেণিকক্ষ আধুনিকীকরণ প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, মানসম্মত পাঠদান নিশ্চিত করতে শ্রেণিকক্ষগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, উন্নত সাউন্ড সিস্টেমসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকা জরুরি।

স্মারকলিপি গ্রহণকালে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা

অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য, শেকৃবি প্রতিনিধি
Update Time : ০৭:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপাচার্যের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন কৃষি অনুষদের চারটি চলমান ব্যাচের শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা যে তিনটি দাবি উত্থাপন করেন সেগুলো হলো:

১. কৃষি অনুষদের শিক্ষার্থীদের জন্য দ্রুততম সময়ের মধ্যে পেইড ইন্টার্নশিপ চালু

২. বন্ধ হয়ে যাওয়া SAARC ট্যুর পুনরায় চালু এবং

৩. শ্রেণিকক্ষগুলো আধুনিকায়ন করে এসি ও সাউন্ড সিস্টেম সংযোজন।

শিক্ষার্থীদের দাবি, দেশের কৃষি খাতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে হাতে-কলমে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ কিছু কৃষি বিশ্ববিদ্যালয়ে পেইড ইন্টার্নশিপ চালু অথবা পরীক্ষামূলক ভাবে শুরু হলেও শেকৃবিতে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি, যা শিক্ষার্থীদের জন্য একটি বড় ধরনের বৈষম্য।

তারা আরও জানান, আগে কৃষি অনুষদের শিক্ষার্থীরা স্নাতক কোর্সের শেষদিকে SAARC দেশগুলোতে শিক্ষা সফরে অংশ নেওয়ার সুযোগ পেতেন। দীর্ঘদিন ধরে এই কার্যক্রম বন্ধ রয়েছে, যা পুনরায় চালু করা হলে আন্তর্জাতিক কৃষি ব্যবস্থা ও প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন সম্ভব হবে।

এছাড়া শ্রেণিকক্ষ আধুনিকীকরণ প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, মানসম্মত পাঠদান নিশ্চিত করতে শ্রেণিকক্ষগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, উন্নত সাউন্ড সিস্টেমসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকা জরুরি।

স্মারকলিপি গ্রহণকালে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।