তিন কার্যদিবসের ভেতর জবি ২য় ক্যাম্পাসের কাজ লিখিত চুড়ান্ত করবে সেনাবাহিনী

- Update Time : ০৩:৪১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ৭১ Time View
মৌখিক ভাবে চূড়ান্ত হলেও ২য় ক্যাম্পাসের কাজ তিন কার্যদিবসের ভেতর চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ড. রেজাউল করিম।
বুধবার (১৫ জানুয়ারি) মন্ত্রণালয়ে ইউজিসি ও সেনা প্রতিনিধিদের সঙ্গে সভার পর উপাচার্য সাংবাদিকদের এ কথা জানান।
উপাচার্য বলেন, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলমান। এ কাজটি কিভাবে সেনাবাহিনী নেবেন সে বিষয়টা তিন কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া চূড়ান্ত করবেন। সেনাবাহিনীর প্রতিনিধিরা ক্যাম্পাস পরিদর্শন করে কাজের অগ্রগতি পর্যালচনা করে একটি রোডম্যাপ তৈরি করবেন বলে জানান জবি উপাচার্য। কোন কাজ কোন অবস্থায় তার তথ্য নিয়ে বিবেচনায় নিয়ে সব বিষয় চিহ্নিত কিরে রিভাইজড ডিপি প্রস্তুত করবেন।
তিনি আরো বলেন, আমাদের বাণী ভবন ও শহীদ হাবিবুর রহমান হলের স্টিল স্ট্রাকচার ভবন নির্মানের কাজের বিষয়েও আমরা তাদের অনুরোধ করেছিলাম। তারা এ কাজটি করারও প্রাথমিক সম্মতি দিয়েছেন। তারা এ দুটি হল পরিদর্শন করবেন। এটাও আমাদের জন্য অনেক বড় একটি সাফল্য।
এ সময় শিক্ষার্থীদের শাটডাউন প্রত্যাহারের আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, এ বিষয়ে আমরা শিক্ষার্থীদের পুরো কৃতিত্ব দিতে চাই। পাশাপাশি সরকার যেভাবে আমাদের সমস্যা সমাধানে নজর দিয়েছেন, সহযোগিতা করেছে সে ব্যাপারেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা শিক্ষার্থীদের ক্যাম্পাসের শাট ডাউন তুলে নেয়ার আহ্বান জানাচ্ছি। এটা তুলে নিলে সবাই উপকৃত হবে। ব্যক্তিগত ভাবে আমি নিশ্চিত যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর দাঁড়ায় হবে।
মন্ত্রণালয়ের সভার লিখিত আসার বিষয়ে জবি উপাচার্য বলেন, এরকম বহুমুখী সভার রেজ্যুলিউশন দিতে সময় লাগে। উনারা খুবই দ্রুত কাজটা করবে। এ ছাড়া সম্ভাব্য সময় রবিবার সেনা প্রতিনিধিরা দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শনে যাবেন।
সাংবাদিকদের দ্বিতীয় ক্যাম্পাস বিষয়ক এক প্রশ্নের জবাবে জবি উপাচার্য বলেন,দ্বিতীয় ক্যম্পাসের দুটো ফেইজের কাজের মধ্যে প্রথম ফেইজের কাজের মধ্যে যেগুলো চলমান ও যেসব কাজের টেন্ডার প্রক্রিয়া শুরু হয় নি সকল কাজের বিষয়ে একটি রিভাইজ ডিপিপি (আরডিপিপি) করে কাজ শুরু করবেন। আর দ্বিতীয় ফেইজের কাজের বিষয়ে শিক্ষা মন্ত্রনালয়ের অনুমতি পেলে সেটাও তারা সম্পন্ন করবেন বলে জানান উপাচার্য।
তবে এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তাঁদের শাটডাউন কর্মসূচি চলবে।আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে মনিরুজ্জামান মনির বলেন লিখিত আসার আগ পর্যন্ত ক্যাম্পাস শাট ডাউন থাকবে।শাটডাউন চলাকালীন সময়ে সকল প্রকার মিছিল বিক্ষোভ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়