ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়কে ভয় দেখানো হতো : হাসনাত আব্দুল্লাহ লবণের ট্রাকে ইয়াবা পাচারের মামলায় চালকের যাবজ্জীবন রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না বুলবুল-ফাহিমের, করতে হবে নির্বাচন ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় জামায়াত নেতা বহিষ্কার ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করায় ৩০০ কোটির ক্ষতিপূরণ গুনছে ইউটিউব পুরান ঢাকাকে আগের ঐতিহ্যে ফিরিয়ে নিবো – আলহাজ্ব আব্দুর রহমান সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না : ক্রীড়া উপদেষ্টা বিজিবি জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে : ডিজি লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর, ভারতের প্রতিক্রিয়া

তামিমের অবসরের ঘোষণার পর যা বলছে বিসিবি

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৫:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • / ২৮১ Time View

আকস্মিক সিদ্ধান্তে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল খান। বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের এক হোটেলে অবসরের ঘোষণা দেন তিনি।

ড্যাশিং এ ওপেনারের এমন সিদ্ধান্তের জন্য মোটেই প্রস্তুত ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমকে বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, তামিমকে অবসর না নেয়ার জন্য অনুরোধ করেছিলেন তারা।

জালাল ইউনুস বলেন, ‘তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত, অনাকাঙ্খিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সকালে আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে অবসর না নেয়ার অনুরোধ করেছি। বলেছি, তুমি এই সিদ্ধান্ত নিও না। দরকার হলে পরে চিন্তা করো। এই সিরিজটা খেলে বিশ্রামে যাও।’

দীর্ঘদিন ধরেই চোটে ভুগছেন তামিম। চোট নিয়েই তিনি খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। সেই ম্যাচে হারের পরদিনই এল ড্যাশিং ওপেনারের অবসরের ঘোষণা। অবসরের সিদ্ধান্ত জানিয়ে তামিম বলেন, ‘যে খেলোয়াড়দের সঙ্গে আমি (বয়সভিত্তিক, প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ, জাতীয় দল) খেলেছি, তাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে জাতীয় দলে যারা ছিলেন। ক্রিকেট বোর্ডকেও অবশ্যই, তারা আমাকে লম্বা সময়ের জন্য জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে, অধিনায়কত্ব করার সুযোগ দিয়েছে।’

অবসর ঘোষণা দিয়ে তামিম বলেন, ‘আমার একটা অনুরোধ, যারা সামনে ক্রিকেট খেলবে আপনারা তাদের কথা ভালো লিখবেন, খারাপ লিখবেন, যা খুশি লিখবেন।

কিন্তু ক্রিকেটের মধ্যেই থাকবেন, সীমা অতিক্রম করবেন না। আপনারা অবশ্যই বোঝেন, আমরা মাঝে মাঝে সীমা অতিক্রম করে ফেলি।’

এ বছরের অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। বছরটি তাই ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তামিম।

তিনি জানান, ‘যারা ক্রিকেট খেলছে এখন, এটা বিশ্বকাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ বছর। আমি আশা করব আপনারা দলের সঙ্গে একজন সদস্যের মতো করেই থাকবেন। আমি অনুরোধ করছি, দলকে সমর্থন দেবেন।’

Please Share This Post in Your Social Media

তামিমের অবসরের ঘোষণার পর যা বলছে বিসিবি

নওরোজ স্পোর্টস ডেস্ক
Update Time : ০৫:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

আকস্মিক সিদ্ধান্তে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল খান। বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের এক হোটেলে অবসরের ঘোষণা দেন তিনি।

ড্যাশিং এ ওপেনারের এমন সিদ্ধান্তের জন্য মোটেই প্রস্তুত ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমকে বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, তামিমকে অবসর না নেয়ার জন্য অনুরোধ করেছিলেন তারা।

জালাল ইউনুস বলেন, ‘তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত, অনাকাঙ্খিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সকালে আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে অবসর না নেয়ার অনুরোধ করেছি। বলেছি, তুমি এই সিদ্ধান্ত নিও না। দরকার হলে পরে চিন্তা করো। এই সিরিজটা খেলে বিশ্রামে যাও।’

দীর্ঘদিন ধরেই চোটে ভুগছেন তামিম। চোট নিয়েই তিনি খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। সেই ম্যাচে হারের পরদিনই এল ড্যাশিং ওপেনারের অবসরের ঘোষণা। অবসরের সিদ্ধান্ত জানিয়ে তামিম বলেন, ‘যে খেলোয়াড়দের সঙ্গে আমি (বয়সভিত্তিক, প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ, জাতীয় দল) খেলেছি, তাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে জাতীয় দলে যারা ছিলেন। ক্রিকেট বোর্ডকেও অবশ্যই, তারা আমাকে লম্বা সময়ের জন্য জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে, অধিনায়কত্ব করার সুযোগ দিয়েছে।’

অবসর ঘোষণা দিয়ে তামিম বলেন, ‘আমার একটা অনুরোধ, যারা সামনে ক্রিকেট খেলবে আপনারা তাদের কথা ভালো লিখবেন, খারাপ লিখবেন, যা খুশি লিখবেন।

কিন্তু ক্রিকেটের মধ্যেই থাকবেন, সীমা অতিক্রম করবেন না। আপনারা অবশ্যই বোঝেন, আমরা মাঝে মাঝে সীমা অতিক্রম করে ফেলি।’

এ বছরের অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। বছরটি তাই ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তামিম।

তিনি জানান, ‘যারা ক্রিকেট খেলছে এখন, এটা বিশ্বকাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ বছর। আমি আশা করব আপনারা দলের সঙ্গে একজন সদস্যের মতো করেই থাকবেন। আমি অনুরোধ করছি, দলকে সমর্থন দেবেন।’