ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
উত্তরা মন্দিরে আনসার-ভিডিপি মহাপরিচালকের পরিদর্শন জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত সাবেক চেয়ারম্যান শাহীনের সেকেন্ড ইন কমান্ড পাভেল মোল্লার দৌরাত্ম্যে এলাকাবাসী অতিষ্ঠ সাকিবকে নিয়ে ভিপি সাদিকের স্ট্যাটাস মধ্যরাতে সাকিবের রহস্যময় পোস্ট জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭৭ দেশের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু, মালিকদের বিরুদ্ধে মামলা দায়িত্ব পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জন করা যায় – মনোয়ারা বেগম সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ রিমান্ডে টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য – পরিবেশ উপদেষ্টা

ঢাবিতে গেটে গেটে ছাত্রদলের তালা, ভেঙে দিল প্রশাসন ও ছাত্রলীগ

জাননাহ, ঢাবি প্রতিনিধি
  • Update Time : ০৯:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • / ২৯৫ Time View

জাননাহ,ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ও অনুষদের প্রবেশ ফটকে তালা লাগায় ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপি-জামায়াতের ঘোষিত অবরোধের সমর্থনে এরূপ করেন তারা।

রোববার (৫ নভেম্বর) খুব ভোরবেলা এসব তালা লাগানো হয়। পরবর্তীতে ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা ভেঙে গেট খুলে দেয়।

তালা লাগানো গেটগুলো হলো- সমাজ কল্যাণ ইন্সটিটিউট এর গেট, সাইন্স লাইব্রেরি গেট কেন্দ্রীয় খেলার মাঠের গেট, কার্জন হল গেট, পুষ্টি ইন্সটিটিউট গেট, কলাভবন মসজিদ গেট, আই ই আর গেট ও চারুকলা অনুষদ গেট। 

তালা দেওয়ার পর এসব গেটে ‘দেশ রক্ষার অবরোধ সফল হোক’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ‘অবরোধ, অবরোধ, অবরোধ, রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত- এমন ব্যানার টানিয়ে দেওয়া হয়।

এদিকে তালা লাগানোর খবর পেয়ে তা ভেঙে শিক্ষার্থীদের প্রবেশের জন্য গেট খুলে দেয় ছাত্রলীগের নেতাকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, দেশ বাঁচানো, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য হাসিনার পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলও এই কর্মসূচি পালন করছে।

খোরশেদ আলম সোহেলের আরও বলেন, এরই মধ্যে সাধারণ শিক্ষার্থীরা দেশ রক্ষার আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কিছু আওয়ামীপন্থী শিক্ষক জোরপূর্বক শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা দিতে বাধ্য করছেন।

এদিকে এধরনের ককর্মকাণ্ডকে শিক্ষার্থী বিরোধী কাজ হিসেবে উল্লেখ করে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ছাত্রদলের সাহস নেই বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে প্রবেশ করার। তারা ১০ জন নেতাকর্মী নিয়েও ক্যাম্পাসে প্রবেশের সাহস রাখে না। তারা অবরোধ ডেকেও মাঠে আন্দোলনে নামতে পারে না। ২৮ অক্টোবরের পরে তাদের নেতাকর্মীরা আর বের হবার সাহসও পাচ্ছে না। তাই তারা শুধু গভীর রাতে বা ভোরে এসব করে ।

Please Share This Post in Your Social Media

ঢাবিতে গেটে গেটে ছাত্রদলের তালা, ভেঙে দিল প্রশাসন ও ছাত্রলীগ

জাননাহ, ঢাবি প্রতিনিধি
Update Time : ০৯:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

জাননাহ,ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ও অনুষদের প্রবেশ ফটকে তালা লাগায় ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপি-জামায়াতের ঘোষিত অবরোধের সমর্থনে এরূপ করেন তারা।

রোববার (৫ নভেম্বর) খুব ভোরবেলা এসব তালা লাগানো হয়। পরবর্তীতে ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা ভেঙে গেট খুলে দেয়।

তালা লাগানো গেটগুলো হলো- সমাজ কল্যাণ ইন্সটিটিউট এর গেট, সাইন্স লাইব্রেরি গেট কেন্দ্রীয় খেলার মাঠের গেট, কার্জন হল গেট, পুষ্টি ইন্সটিটিউট গেট, কলাভবন মসজিদ গেট, আই ই আর গেট ও চারুকলা অনুষদ গেট। 

তালা দেওয়ার পর এসব গেটে ‘দেশ রক্ষার অবরোধ সফল হোক’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ‘অবরোধ, অবরোধ, অবরোধ, রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত- এমন ব্যানার টানিয়ে দেওয়া হয়।

এদিকে তালা লাগানোর খবর পেয়ে তা ভেঙে শিক্ষার্থীদের প্রবেশের জন্য গেট খুলে দেয় ছাত্রলীগের নেতাকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, দেশ বাঁচানো, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য হাসিনার পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলও এই কর্মসূচি পালন করছে।

খোরশেদ আলম সোহেলের আরও বলেন, এরই মধ্যে সাধারণ শিক্ষার্থীরা দেশ রক্ষার আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কিছু আওয়ামীপন্থী শিক্ষক জোরপূর্বক শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা দিতে বাধ্য করছেন।

এদিকে এধরনের ককর্মকাণ্ডকে শিক্ষার্থী বিরোধী কাজ হিসেবে উল্লেখ করে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ছাত্রদলের সাহস নেই বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে প্রবেশ করার। তারা ১০ জন নেতাকর্মী নিয়েও ক্যাম্পাসে প্রবেশের সাহস রাখে না। তারা অবরোধ ডেকেও মাঠে আন্দোলনে নামতে পারে না। ২৮ অক্টোবরের পরে তাদের নেতাকর্মীরা আর বের হবার সাহসও পাচ্ছে না। তাই তারা শুধু গভীর রাতে বা ভোরে এসব করে ।