ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা জিয়াউল হাসান স্বপন গ্রেপ্তার বিএনপির ১১ টি সংগঠনের বাইরে কোন সংগঠন নেই বর্তমান সময়ে সুষ্ঠ নির্বাচনের কথা কল্পনাও করা যায় না – জামায়াত আমির ৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাবি শিক্ষার্থী মঞ্জু শেখের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন

জাননাহ, ঢাবি প্রতিনিধি
  • Update Time : ০৫:২৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • / ১৩৮ Time View

গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জু শেখের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বুধবার (২৩ আগষ্ট) দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হয়। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ প্রসঙ্গে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) টিপু সুলতান বলেন, গতকাল আমরা মঞ্জুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। প্রাথমিকভাবে আমরা তার মৃত্যুর কারণ জানতে পারিনি। এখনও ময়নাতদন্তের রিপোর্ট আসেনি।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।

মঞ্জু শেখের বড় ভাই রাজু শেখ বলেন, আমার ভাই একজন মেধাবী ছাত্র ছিল। ২০১৪ সালে গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট হাই স্কুল থেকে এসএসসি পাস করে। পরে ২০১৬ সালে রাজপাট কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়। বাংলা বিভাগ থেকে অনার্স শেষ করে মাস্টার্সের শিক্ষার্থী ছিল আমার ভাই। আমরা খবর পেলাম আমার ভাই গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে রাতে আমরা ঢাকায় আসি। তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আমরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছি। সেখানে জানাজা শেষে দাফন করা হবে।

রাজু শেখ আরও বলেন, ওর সঙ্গে কথা বলে হতাশায় ভুগছে বা কোনো ধরনের সমস্যায় রয়েছে তা কখনোই বুঝতে পারিনি। কী কারণে আমার ভাই এমন কাজ করল সে বিষয়টি এখনো জানতে পারিনি। তবে একটি বিষয় আমার কাছে অন্যরকম মনে হয়েছে। তার রুমে অনেক বন্ধু থাকে। তবে আমি গিয়ে কাউকেই পেলাম না। তার কোনো বন্ধুকেও আমি পাইনি। এখানে অন্য কোনো কারণ আছে কি না সে বিষয়টিও বুঝতে পারছি না। তাদের একজন রুমমেট বন্ধু মারা গেল, তাদের তো উচিত ছিল এখানে এসে আমাদের সঙ্গে কথা বলা এবং আমাদের সমবেদনা জানানো।

উল্লেখ্য, গত সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় নবাব স্যার সলিমুল্লাহ হলের ১৬৫ নম্বর রুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মঞ্জু শেখ। 

Please Share This Post in Your Social Media

ঢাবি শিক্ষার্থী মঞ্জু শেখের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন

জাননাহ, ঢাবি প্রতিনিধি
Update Time : ০৫:২৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জু শেখের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বুধবার (২৩ আগষ্ট) দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হয়। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ প্রসঙ্গে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) টিপু সুলতান বলেন, গতকাল আমরা মঞ্জুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। প্রাথমিকভাবে আমরা তার মৃত্যুর কারণ জানতে পারিনি। এখনও ময়নাতদন্তের রিপোর্ট আসেনি।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।

মঞ্জু শেখের বড় ভাই রাজু শেখ বলেন, আমার ভাই একজন মেধাবী ছাত্র ছিল। ২০১৪ সালে গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট হাই স্কুল থেকে এসএসসি পাস করে। পরে ২০১৬ সালে রাজপাট কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়। বাংলা বিভাগ থেকে অনার্স শেষ করে মাস্টার্সের শিক্ষার্থী ছিল আমার ভাই। আমরা খবর পেলাম আমার ভাই গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে রাতে আমরা ঢাকায় আসি। তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আমরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছি। সেখানে জানাজা শেষে দাফন করা হবে।

রাজু শেখ আরও বলেন, ওর সঙ্গে কথা বলে হতাশায় ভুগছে বা কোনো ধরনের সমস্যায় রয়েছে তা কখনোই বুঝতে পারিনি। কী কারণে আমার ভাই এমন কাজ করল সে বিষয়টি এখনো জানতে পারিনি। তবে একটি বিষয় আমার কাছে অন্যরকম মনে হয়েছে। তার রুমে অনেক বন্ধু থাকে। তবে আমি গিয়ে কাউকেই পেলাম না। তার কোনো বন্ধুকেও আমি পাইনি। এখানে অন্য কোনো কারণ আছে কি না সে বিষয়টিও বুঝতে পারছি না। তাদের একজন রুমমেট বন্ধু মারা গেল, তাদের তো উচিত ছিল এখানে এসে আমাদের সঙ্গে কথা বলা এবং আমাদের সমবেদনা জানানো।

উল্লেখ্য, গত সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় নবাব স্যার সলিমুল্লাহ হলের ১৬৫ নম্বর রুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মঞ্জু শেখ।