ঢাকায় যুক্ত হচ্ছে ৪০০ ইলেকট্রিক বাস!

- Update Time : ১২:৫১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ৩৭৫ Time View
ঢাকার গণপরিবহনব্যবস্থায় পরিবেশবান্ধব ও আধুনিক সেবা নিশ্চিত করতে ৪০০টি ইলেকট্রিক বাস যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।
একই সঙ্গে বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।
সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।
তিনি বলেন, সরকার সড়ক পরিবহনব্যবস্থাকে আরো টেকসই, নিরাপদ ও পরিবেশবান্ধব করতে একাধিক আইন, বিধিমালা ও নীতিমালার সংশোধন ও হালনাগাদের উদ্যোগ নিয়েছে।
এর অংশ হিসেবেই ঢাকার পরিবহনব্যবস্থায় ৪০০টি বৈদ্যুতিক বাস যুক্ত করা হবে।
এ সময় তিনি জানান, বৈদ্যুতিক থ্রি-হুইলারের বর্ধিত চলাচল ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা’ তৈরি করা হচ্ছে। পাশাপাশি রাজধানীর পরিবহন ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে কার্যকর না থাকা ‘ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ’কে পুনর্গঠনের লক্ষ্যে ২০১২ সালের আইনের সংশোধনপূর্বক নতুন একটি অধ্যাদেশ—‘বাংলাদেশ নগর পরিবহন কর্তৃপক্ষ অধ্যাদেশ’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা আরো জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ‘হাইওয়ে মাস্টারপ্ল্যান ২০৪০’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এটি বাস্তবায়িত হলে দেশের মহাসড়ক নেটওয়ার্কে কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটবে।