ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১১ আসনে প্রার্থী হলেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ১৮ Time View

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে (বাড্ডা, ভাটারা, রামপুরা এলাকা) প্রতিদ্বন্দ্বিতা করবেন গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রথম ধাপে ১২৫ আসনে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে দলটি সেখানে তাঁকে ঢাকা-১১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। অন্যদিকে রংপুর-৪ আসনে নির্বাচন করবেন আখতার হোসেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবার তাঁরা ব্যালট রেভল্যুশনে যাচ্ছেন। তিনি দলীয় প্রতীক শাপলা কলি এবং গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোটের প্রচার চালাতে প্রার্থীদের আহ্বান জানান।

এ সময় এনসিপির  সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা বলেন, দেড় হাজারের বেশি প্রার্থী তাদের দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এনসিপির প্রার্থী তালিকায় ব্যতিক্রম দেখা যাবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

ঢাকা-১১ আসনে প্রার্থী হলেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১২:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে (বাড্ডা, ভাটারা, রামপুরা এলাকা) প্রতিদ্বন্দ্বিতা করবেন গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রথম ধাপে ১২৫ আসনে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে দলটি সেখানে তাঁকে ঢাকা-১১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। অন্যদিকে রংপুর-৪ আসনে নির্বাচন করবেন আখতার হোসেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবার তাঁরা ব্যালট রেভল্যুশনে যাচ্ছেন। তিনি দলীয় প্রতীক শাপলা কলি এবং গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোটের প্রচার চালাতে প্রার্থীদের আহ্বান জানান।

এ সময় এনসিপির  সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা বলেন, দেড় হাজারের বেশি প্রার্থী তাদের দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এনসিপির প্রার্থী তালিকায় ব্যতিক্রম দেখা যাবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন প্রমুখ।