ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মোহাম্মদপুর থানার বিতর্কিত ওসি আলী ইফতেখারসহ ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘেটু জাহিদুরের প্রমোশন সাবেক আইনমন্ত্রীকে খুশি করে বিচার বিভাগকে নাচায় পিএস মাসুম শিক্ষক নিবন্ধনের বিষয়ভিত্তিক পরীক্ষায় প্রথম কুবির সাবরিনা অনিয়মের বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা সাদাপাথর লুটকারীরা বড় দলের কিংবা প্রশাসনের হলেও ছাড় পাবে না শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার কুবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় দুটি বাস সহ গ্রেফতার ২ নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

ঢাকা রিজেন্সির ক্রিসমাস আয়োজন

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৮:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / ২১৬ Time View

শীত মানেই উৎসবের মৌসুম। ক’দিন পরেই ক্রিসমাস, তাই তো ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে এসেছে বিশেষ আয়োজন। বড়দিনকে ঘিরে খাবারের নানা আয়োজন থাকছে হোটলটিতে। বড়দের পাশাপাশি শিশুদের জন্যও থাকছে ক্রিসমাস কিডস পার্টি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকার পাঁচতারকা এই হোটেলটি।

ক্রিসমাস ইভ ও বড়দিনে (২৪ ও ২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থাকছে রাতের ব্যুফে খাবারের আয়োজন। পাশাপাশি ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার, ঢাকা রিজেন্সি ফ্যান গ্রুপ মেম্বার এবং সিলেক্টেড কার্ডে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার তো থাকছেই।

এছাড়া, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের জন্য স্পেশাল অফার হিসেবে থাকছে ‘ডাইন ফোর অ্যাট প্রাইস অব ওয়ান’ মাত্র ৯৯৯৯ টাকায়। ব্যুফে মেন্যুতে থাকছে বিভিন্ন দেশের বড়দিনের খাবার।

ক্রিসমাস ইভ-এ থাকছে জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইনে বার বি কিউ ডিনারের সঙ্গে হিপ-হপ লাইভ মিউজিকের জমজমাট আয়োজন ! সেখানেও স্পেশাল অফারে থাকছে চারজনের জন্য মাত্র ৯৯৯৯ টাকায় মজার মজার সব প্ল্যাটার।

ছোটদের জন্য থাকছে বড়দিনের এক্সক্লুসিভ কিডস পার্টি। সুন্দরভাবে সাজানো কিডস কর্নার, সান্তা ক্লজের উপস্থিতি, টয় ট্রেন, বাউন্সি হাউস, বল হাউসসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা, উপহার বিতরণ এবং আকর্ষণীয় ম্যাজিক শোয়ের মাধ্যমে শিশুদের দিনটি হয়ে উঠবে রঙিন।

২৫ ডিসেম্বর ঢাকা রিজেন্সির সিগনেচার ইভেন্ট ক্রিসমাস কিডস পার্টি রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইন এবং ১৪ তলায় অবস্থিত সেলিব্রেশন হল– এই দুই ভেন্যুতেই জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। এই আয়োজন চলে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ।

বিস্তারিত জানতে কল করুন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে অথবা ভিজিট করুন, https://www.facebook.com/dhakaregencyhotel.

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

ঢাকা রিজেন্সির ক্রিসমাস আয়োজন

নওরোজ ডেস্ক
Update Time : ০৮:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শীত মানেই উৎসবের মৌসুম। ক’দিন পরেই ক্রিসমাস, তাই তো ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে এসেছে বিশেষ আয়োজন। বড়দিনকে ঘিরে খাবারের নানা আয়োজন থাকছে হোটলটিতে। বড়দের পাশাপাশি শিশুদের জন্যও থাকছে ক্রিসমাস কিডস পার্টি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকার পাঁচতারকা এই হোটেলটি।

ক্রিসমাস ইভ ও বড়দিনে (২৪ ও ২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থাকছে রাতের ব্যুফে খাবারের আয়োজন। পাশাপাশি ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার, ঢাকা রিজেন্সি ফ্যান গ্রুপ মেম্বার এবং সিলেক্টেড কার্ডে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার তো থাকছেই।

এছাড়া, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের জন্য স্পেশাল অফার হিসেবে থাকছে ‘ডাইন ফোর অ্যাট প্রাইস অব ওয়ান’ মাত্র ৯৯৯৯ টাকায়। ব্যুফে মেন্যুতে থাকছে বিভিন্ন দেশের বড়দিনের খাবার।

ক্রিসমাস ইভ-এ থাকছে জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইনে বার বি কিউ ডিনারের সঙ্গে হিপ-হপ লাইভ মিউজিকের জমজমাট আয়োজন ! সেখানেও স্পেশাল অফারে থাকছে চারজনের জন্য মাত্র ৯৯৯৯ টাকায় মজার মজার সব প্ল্যাটার।

ছোটদের জন্য থাকছে বড়দিনের এক্সক্লুসিভ কিডস পার্টি। সুন্দরভাবে সাজানো কিডস কর্নার, সান্তা ক্লজের উপস্থিতি, টয় ট্রেন, বাউন্সি হাউস, বল হাউসসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা, উপহার বিতরণ এবং আকর্ষণীয় ম্যাজিক শোয়ের মাধ্যমে শিশুদের দিনটি হয়ে উঠবে রঙিন।

২৫ ডিসেম্বর ঢাকা রিজেন্সির সিগনেচার ইভেন্ট ক্রিসমাস কিডস পার্টি রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইন এবং ১৪ তলায় অবস্থিত সেলিব্রেশন হল– এই দুই ভেন্যুতেই জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। এই আয়োজন চলে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ।

বিস্তারিত জানতে কল করুন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে অথবা ভিজিট করুন, https://www.facebook.com/dhakaregencyhotel.

নওরোজ/এসএইচ