ব্রেকিং নিউজঃ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেকে তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
- Update Time : ০৫:৪১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ১৪৯ Time View
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক পর্যায়ে তার নাম পরিচয় জানা যায়নি।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এদিকে, মরদেহের আশপাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাটতে দেখা যায়। তবে কে বা কারা ওই তাকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এলে মরদেহ নিয়ে যাওয়া হবে। ইতোমধ্যে আশপাশে খোঁজখবর নেওয়াসহ ফুটেজ সংগ্রহের কাজ চলছে।
Tag :
এক্সপ্রেসওয়ে গুলিবিদ্ধ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে তরুণীর মরদেহ উদ্ধার পুলিশ মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জ শ্রীনগর