ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ইনোভেশন মেলা

- Update Time : ০৩:৩৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / ২২৭ Time View
ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে এক দিনব্যাপী ইনোভেশন মেলা। ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গনে আগামী ৪ মার্চ এই মেলা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ, হল ও অফিস এ মেলায় অংশগ্রহণ করবে।
সোমবার (১৫ জানুয়ারি ২০২৪) এ মেলা উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সিনেট ভবন মিলনায়তনে এক সমন্বয় সভায় এসব কথা জানানো হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের চিন্তাশীল ও সৃজনশীল ধারনাকে উৎসাহিত করার জন্য এই ইনোভেশন মেলা আয়োজন করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে পেশাগত দক্ষতা ও গতিশীলতা আসবে এবং সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের মধ্যে সচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।
এছাড়া, ইনোভেশন মেলায় নতুন নতুন উদ্ভাবনের ধারণাসমূহ প্রদর্শিত হবে এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক ও সহযোগিতা জোরদার হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত সমন্বয় সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ,বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় ‘উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনী’ সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন টিমের আহ্বায়ক অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ।