ঢাকা ছাড়ার আগে-পরে কোনো বিবৃতি দেননি শেখ হাসিনা: জয়

- Update Time : ১২:২৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ৯৯ Time View
ঢাকা ছাড়ার আগে বা পরে শেখ হাসিনা এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
রোববার রাতে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক বার্তায় তিনি এ কথা জানান।
তার ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই বার্তায় তিনি লিখেছেন, ‘আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি একটি সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।
এদিকে, বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ‘জীবন বাঁচানোর জন্য’ নয়াদিল্লিকে ধন্যবাদ জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।
অন্যদিকে অন্তর্বর্তী সরকার ‘উচ্ছৃঙ্খল জনতার শাসনকে’ (মব রুল) সুযোগ দিচ্ছে বলে অভিযোগ করে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেন, নয়তো দেশে বিশৃঙ্খলা দেখা দেবে সতর্ক করেন তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়