‘ডেঞ্জার দারুস’ গ্রুপের দলনেতা রাসেল গ্রেপ্তার
- Update Time : ০৯:০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- / ২০০ Time View
রাজধানীর দারুসসালম এলাকায় জাররাফ আহমেদ প্রীতম (৩১) হত্যার ঘটনায় মো. রাসেল (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া যুবক ‘ডেঞ্জার দারুস’ নামক ছিনতাইকারী গ্রুপের দলনেতা।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর শাহ আলী থানার গুদারাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে নিহতের চাচাতো বোন দারুসসালাম থানায় একটি মামলা করেন।
র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি সহকারী পুলিশ সুপার শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে জানানো হয়, গত ২৬ আগস্ট রাতে প্রীতম তার নিজ এলাকা নজিরপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পরদিন ২৭ আগস্ট ভোরে রাজধানীর দারুসসালাম থানাধীন দারুসসালাম রোডে মিরপুর টাওয়ারের দক্ষিণ পার্শ্বে টয় পার্ক দোকানের সামনে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।
ছিনতাইকারীরা তার থেকে জিনিসপত্র কেড়ে নেওয়ার সময় তিনি বাধা দেন।
এ সময় ছিনতাইকারীরা প্রীতমকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন, ল্যাপটপ, টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
উল্লেখ্য,চলতি বছরের এপ্রিল মাসে অস্ট্রেলিয়া প্রবাসী এক পাত্রীর সঙ্গে বিয়ে হয় জাররাফ আহমেদ ওরফে প্রীতমের (৩১)। পরে তার (প্রীতমের) যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া।
এজন্য ঢাকায় করা চাকরি ছেড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তার আর অস্ট্রেলিয়া যাওয়া হলো না। সম্প্রতি গ্রামে গিয়েছিলেন প্রীতম। গ্রাম থেকে ঢাকায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যু হয় জাররাফ আহমেদ প্রীতমের।
জানা যায়, ভুক্তভোগী নজিপুর থেকে সোমবার (২৬ আগস্ট) রাতে ঢাকার উদ্দেশে রওনা হন। প্রীতমের গ্রামের বাড়ি নওগাঁর নজিপুর গ্রামে। তার বাবার নাম বদরুজ্জামান। প্রীতম একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত ছিলেন এবং মিরপুরে একটি ভাড়া বাসায় থাকতেন।
মঙ্গলবার (২৭ আগস্ট ২০২৪) ভোরে রাজধানীর দারুস সালাম থানার প্লট নম্বর ৫/এ ৫নং দারুস সালাম রোড মিরপুর টাওয়ারের দক্ষিণ পাশে টয় পার্ক দোকানের সামনে পাকা রাস্তার ওপরে তিনি ছিনতাকারীর কবলে পড়েন। সেখানে তার জিনিসপত্র ছিনতাইকারীরা নিতে চাইলে তিনি বাধা দেন। এ সময় জাররাফ আহমেদ প্রীতমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান ছিনতাইকারীরা।
বুধবার (২৮ আগস্ট) রাজধানীর দারুস সালাম থানায় ভুক্তভোগীর চাচাতো বোন কানিজ শারমিন একটি অভিযোগ করেছেন।
তিনি বলেন, চলতি বছরের এপ্রিল মাসে অস্ট্রেলিয়ান প্রবাসী মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পরপরই পাত্রী অস্ট্রেলিয়া চলে যায়। প্রীতমের অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। আর যাওয়া হলো না।
ভুক্তভোগী প্রীতমের শ্যালক মীর পিয়াস বলেন, মঙ্গলবার রাতে গ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। ভোরবেলা গাবতলীতে বাস থেকে নেমে তিনি মিরপুরে যাচ্ছিলেন। পথে ভোর ৫টার দিকে মিরপুর ১ নম্বর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় তার সঙ্গে থাকা ল্যাপটপ ও প্রয়োজনীয় জিনিস ছিনতাইকারীরা ছিনিয়ে নেন। তিনি বাধা দিলে তাকে তারা ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

























































































































































































