ডেঙ্গু প্রতিরোধে বিএনপির হটলাইন ও ওয়েবসাইট চালু

- Update Time : ০৪:৩৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ১৪৬ Time View
ঢাকার দুই মহানগরে ডেঙ্গু আক্রান্তদের জন্য চিকিৎসা সেবা ও রক্তের জন্য হটলাইন এবং ওয়েবসাইট চালু করেছে বিএনপি। সোমবার (১৪ অক্টোবর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং শেষে এ কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, গণবিরোধী ও ফ্যাসিস্ট সরকার জনগণের জান-মালের তোয়াক্কা করেনি। কিন্তু এখন তো জনসমর্থিত সরকার। একটি গণবিপ্লব সংঘটিত হওয়ার পরে এ সরকার এসেছে। এ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের উচিত ছিল ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়া।
যেকোনো মহামারি থেকে মানুষের জীবন বাঁচাতে হবে জানিয়ে তিনি বলেন, সে বিষয়ে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এটি যদি না করা যায় তবে মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হবে। এক্ষেত্রে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরো বলেন, সরকারের উপদেষ্টারা নানা ধরনের পদক্ষেপের কথা বলে যাচ্ছেন কিন্তু মানুষের জীবন বাঁচাতে যে আরও তৎপর হওয়া দরকার তেমনটি পরিলক্ষিত হয়নি। এটা দুর্ভাগ্যজনক। ইতোমধ্যে সরকারি হিসেবেই দুই শতাধিক মানুষ মারা গেছেন ডেঙ্গুতে এবং প্রতিদিন ১০ থেকে ১২ জন করে মারা যাচ্ছেন। ডেঙ্গু তো প্রতিরোধ্য। এটি প্রতিরোধের জন্য আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখন তো আর শেখ হাসিনার আমল না। সিটিতে ডেঙ্গুর ওষুধ ব্যবহারের জন্য যে রুম বরাদ্দ ছিল তার ভাতিজা তাপস সেটি তো অন্য কাজে ব্যবহার করেছে। তারা ছিল হরিলুটের সরকার।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে যারা হতাহত ও শহিদ হয়েছেন তাদের এবং তাদের পরিবারের নিরবে-নিভৃতে খোঁজখবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি ঢাকঢোল পিটাননি।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, ওয়েবসাইটে ব্লাড ডোনারদের নম্বর দেওয়া আছে, যাদের প্রয়োজন হবে ফোন দিলেই ডোনাররা সেখানে চলে যাবেন। যতদিন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে ততদিন পর্যন্ত বিএনপি এ কার্যক্রম চালিয়ে যাবে।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক, ঢাকা উত্তরের মেয়র পদে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ প্রমুখ।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়