ডিগ্রি সমমানের দাবিতে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের অবস্থান

- Update Time : ০৬:৪৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- / ৭৬ Time View
রংপুরে নার্সিং শিক্ষার মর্যাদা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে ডিগ্রি সমমানের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার(২৯ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা। এর আগে সকালে রংপুর জেলার ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে। এসময় হাতে প্ল্যাকার্ড,মুখে স্লোগান নিয়ে এক দফা দাবিতে জমায়েত হন বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর পর দুপুরে রংপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দাবি মানা না হলে আন্দোলন চলবে আরও কঠোরভাবে। তাঁদের একমাত্র দাবি,ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমান দিতে হবে।
আন্দোলনকারীরা আরো বলেন, ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও তারা উচ্চশিক্ষা, সরকারি-বেসরকারি চাকরি ও বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতায় পড়ছেন। ডিগ্রি সমমান না থাকায় তারা নানা বৈষম্যের শিকার হচ্ছেন।