ডাস্ট মিশ্রিত খোয়া দিয়ে তৈরী হচ্ছে গাসিকের রাস্তা

- Update Time : ০৭:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / ৭৭ Time View
গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর রেল ক্রসিং হতে শিববাড়ী মোড় পর্যন্ত চলছে রাস্তার ঢালাই কাজ।
মঙ্গলবার সকালে সরেজমিনে যেয়ে দেখা যায় শ্রমিকরা তাড়াহুড়ো করে পুড়ো রাস্তা জুড়ে পুরোনো ইটের খোয়ার ডাস্ট ফেলছে, তার উপরে নিম্ন মানের ইটের খোয়া ফেলে ডাস্ট কে ঢেকে দিচ্ছে। স্থানীয়রা বলেন যেন ছেপ দিয়ে লেপ দেওয়ার মতো করে রাস্তা নির্মান হচ্ছে। নিম্নমানের কাজের কারণে রাস্তাটি বার বার নষ্ট হয়ে থাকে।
এ বিষয়ে সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মিজান বলেন রাস্তার যেখানে নিচু যায়গা রয়েছে কেবল মাত্র সেসব জায়গায় ডাস্ট ফেলে সমান করা হচ্ছে। কাজের সিডিউলে ডাস্ট ব্যবহারের কথা উল্লেখ রয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে অবশিষ্ট ডাস্ট ট্রাকে করে সরিয়ে ফেলে।
তবে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় ৯০ শতাংশ জায়গায় আগের ইটের গুড়ি ব্যবহৃত হয়েছে। এ প্রসঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী এ.এইচ.এম. শামচুর রহমান মাহমুদ কে প্রশ্ন করলে সে বিভিন্ন ভাবে কথা এড়িয়ে যায় এবং সে প্রতিনিধির উপর ক্ষিপ্ত হয়ে বলেন প্রত্যেক খোয়ার মধ্যে ডাস্ট থাকে। তিনি আরও বলেন ৪ইঞ্চি খোয়ার পর ১০ ইঞ্চি আরসিসি ঢালাই করা হবে। তবে এলাকাবাসী বলছে এই রাস্তার ভবিষ্যত ভালো হবে না এবং বর্ষায় ভোগান্তি বাড়বে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়