ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
‌‌‌‌‌‌‘লকডাউন’ প্রতিরোধে ‌বৃহস্পতিবার রাজপথে নামবে জামায়াত কুবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ডেঙ্গুতে মৃত্যু আরও ৫ জনের, নতুন শনাক্ত ১১৩৯ দাবি না মানলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াতসহ আট ইসলামী দলের আ.লীগের নাশকতা ঠেকাতে ১৩ নভেম্বর রাজপথে থাকবে জামায়াতসহ ৮ দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ; গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবি ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারের গণিতে প্রথম কুবির অলি উল্লাহ শয়তানের নিশ্বাস প্রয়োগ করে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়া চক্রের মূলহোতা গ্রেফতার আওয়ামী লীগ নিয়ে আসলে কী বলেছেন মির্জা ফখরুল অস্ত্রধারীদের দেখামাত্র এসএমজি দিয়ে ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের

ডাকাতি চক্রের কুখ্যাত সদস্য ড্রেজার ফারুক আটক

আব্দুস সবুর
  • Update Time : ০১:২০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫৬০২ Time View

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর,চিলমারী,মরিচা ও রাজশাহী জেলার বাঘা উপজেলাধীন সকল ডাকাতি মামলার কুখ্যাত ড্রেজার ফারুক আটক।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা(ডিবি)শাখার অভিযানিক দল বিগত পাঁচ দিনের বিশেষ তৎপরতার ও গোয়েন্দা নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন বারোমাইল পশ্চিম বাহিরচর,টিকটিকিপাড়ার এলাকা থেকে গ্রেফতার করে ড্রেজার ফারুককে।ড্রেজার ফারুক ওই এলাকার মোজম্মেল শেখের ছেলে।

অনুসন্ধানে জানা গেছে,ড্রেজার ফারুক, দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ডাকাত,সন্ত্রাসী,চাঁদাবাজ,জমিদস্যু,হত্যাকারী,ডাকাতিকালে ধর্ষনকারী ও বাহিনী প্রধান নাজমুল ও শরিফুল ইসলাম শরিফ কাইগি গংরা সহ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর,চিলমারী,মরিচা ও রাজশাহী বাঘা থানাধীন সকল ডাকাতি চক্রের কুখ্যত ডাকাত।

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা,ভেড়ামারা উপজেলা,রাজশাহী জেলার বাঘা উপজেলা ও পাবনা জেলার সদস্যদের নিয়ে নৌপথ ও স্থলপথে নিয়মিত ডাকাতি করে আসছিলেন।পদ্মা নদীর আশেপাশের চার জেলার সিন্ডিকেট করে,সদস্য তৈরি করে ডাকাতি করতো।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা সূত্রে জানা গেছে,কুষ্টিয়া জেলা সহ পদ্মা নদীর ওপার রাজশাহী বাঘা থানার একটি ডাকাতি মামলার আসামী কুখ্যাত ডাকাত ড্রেজার ফারুক।

কুষ্টিয়া জেলা পুলিশ ও রাজশাহী বাঘা থানার পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করে আসছে।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার (ওসি) মোঃ মুরাদুল হাসান বলেন,পদ্মা নদীর পার্শ্ববর্তী চার জেলায় ডাকাতির মামলায় সাথে ড্রেজার ফারুক সক্রিয়ভাবে জড়িত।পাঁচ দিন নীবিড় নজরদারি পর গোপন সংবাদের ভিত্তিতে ড্রেজার ফারুককে গ্রেফতার করেছি।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

ডাকাতি চক্রের কুখ্যাত সদস্য ড্রেজার ফারুক আটক

আব্দুস সবুর
Update Time : ০১:২০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর,চিলমারী,মরিচা ও রাজশাহী জেলার বাঘা উপজেলাধীন সকল ডাকাতি মামলার কুখ্যাত ড্রেজার ফারুক আটক।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা(ডিবি)শাখার অভিযানিক দল বিগত পাঁচ দিনের বিশেষ তৎপরতার ও গোয়েন্দা নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন বারোমাইল পশ্চিম বাহিরচর,টিকটিকিপাড়ার এলাকা থেকে গ্রেফতার করে ড্রেজার ফারুককে।ড্রেজার ফারুক ওই এলাকার মোজম্মেল শেখের ছেলে।

অনুসন্ধানে জানা গেছে,ড্রেজার ফারুক, দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ডাকাত,সন্ত্রাসী,চাঁদাবাজ,জমিদস্যু,হত্যাকারী,ডাকাতিকালে ধর্ষনকারী ও বাহিনী প্রধান নাজমুল ও শরিফুল ইসলাম শরিফ কাইগি গংরা সহ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর,চিলমারী,মরিচা ও রাজশাহী বাঘা থানাধীন সকল ডাকাতি চক্রের কুখ্যত ডাকাত।

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা,ভেড়ামারা উপজেলা,রাজশাহী জেলার বাঘা উপজেলা ও পাবনা জেলার সদস্যদের নিয়ে নৌপথ ও স্থলপথে নিয়মিত ডাকাতি করে আসছিলেন।পদ্মা নদীর আশেপাশের চার জেলার সিন্ডিকেট করে,সদস্য তৈরি করে ডাকাতি করতো।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা সূত্রে জানা গেছে,কুষ্টিয়া জেলা সহ পদ্মা নদীর ওপার রাজশাহী বাঘা থানার একটি ডাকাতি মামলার আসামী কুখ্যাত ডাকাত ড্রেজার ফারুক।

কুষ্টিয়া জেলা পুলিশ ও রাজশাহী বাঘা থানার পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করে আসছে।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার (ওসি) মোঃ মুরাদুল হাসান বলেন,পদ্মা নদীর পার্শ্ববর্তী চার জেলায় ডাকাতির মামলায় সাথে ড্রেজার ফারুক সক্রিয়ভাবে জড়িত।পাঁচ দিন নীবিড় নজরদারি পর গোপন সংবাদের ভিত্তিতে ড্রেজার ফারুককে গ্রেফতার করেছি।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।