ব্রেকিং নিউজঃ
ট্রাভেল ব্যাগে মাথাবিহীন লাশের পরিচয় মিলেছে

টঙ্গী প্রতিনিধি
- Update Time : ০৮:১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ৩৮৫ Time View
গাজীপুরে টঙ্গী স্টেশন রোড এলাকায় খন্ডিত লাশের সন্তান পাওয়া গেছে তার নাম মো. ওলি (৩৫)। তিনি নরসিংদী জেলা সদর থানার করিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় টঙ্গী স্টেশন রোড থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরিত্যক্ত অবস্থায় সড়কে একটি ট্রাভেল ব্যাগ পড়েছিল। খবর পেয়ে পুলিশ ব্যাগসহ খণ্ডিত লাশটি উদ্ধার করে। পরে আঙুলের ছাপ থেকে লাশের পরিচয় শনাক্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট।
ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।