ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
উত্তরা মন্দিরে আনসার-ভিডিপি মহাপরিচালকের পরিদর্শন জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত সাবেক চেয়ারম্যান শাহীনের সেকেন্ড ইন কমান্ড পাভেল মোল্লার দৌরাত্ম্যে এলাকাবাসী অতিষ্ঠ সাকিবকে নিয়ে ভিপি সাদিকের স্ট্যাটাস মধ্যরাতে সাকিবের রহস্যময় পোস্ট জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭৭ দেশের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু, মালিকদের বিরুদ্ধে মামলা দায়িত্ব পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জন করা যায় – মনোয়ারা বেগম সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ রিমান্ডে টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য – পরিবেশ উপদেষ্টা

ট্যাংক নিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৪:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • / ১৯৩ Time View

সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতনের পর রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি একেবারেই বদলে গেছে। বিদ্রোহীদের দখলে এখন দেশটির বেশিরভাগ অঞ্চল।

রোববার (৮ ডিসেম্বর) সিরিয়ার গণমাধ্যম সূত্রে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বিদ্রোহীদের বিজয়ের পর ইসরায়েলি বাহিনী সিরিয়ার গোলান মালভূমিতে প্রবেশ করেছে।

প্রেসিডেন্ট আসাদ পালানোর কিছুক্ষণের মধ্যেই দেশটিতে সেনা পাঠানোর ঘোষণা দেয় ইসরায়েল। এই ঘটনার প্রেক্ষিতে ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো সীমান্ত পেরিয়ে সিরিয়ায় সামরিক অবস্থান নিল ইসরায়েল।

ইসরায়েলের সংবাদসংস্থা মারিভের মতে, সিরিয়ার সশস্ত্র সংগঠন ও বেসামরিক নাগরিকরা যেন ইসরায়েলে অপতৎপরতা ঘটাতে না পারে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে ইসরায়েরলের অভিবাসী-বিষয়ক মন্ত্রী অ্যামিচাই চিকলি সিরিয়ার মাউন্ট হারমন ও গোলান মালভূমিতে ইসরায়েলের শক্ত অবস্থান নিশ্চিত করার আগ্রহ প্রকাশ করেন।

১৯৭৪ সালে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে স্বাক্ষরিত পার্পল লাইন চুক্তির কঠোর বাস্তবায়নের উদ্দেশ্যে অঞ্চলটিতে ইসরায়েল ট্যাংক পাঠিয়েছে বলে জানায় মারিভ।

১৯৬৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত সিরিয়া ও ইসরায়েলের মধ্যে গোলান মালভূমির দখল নিয়ে যুদ্ধ হয়। চলমান মধ্যপ্রাচ্য সংকটে ইসরায়েলের এই পদক্ষেপ নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

ট্যাংক নিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৪:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতনের পর রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি একেবারেই বদলে গেছে। বিদ্রোহীদের দখলে এখন দেশটির বেশিরভাগ অঞ্চল।

রোববার (৮ ডিসেম্বর) সিরিয়ার গণমাধ্যম সূত্রে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বিদ্রোহীদের বিজয়ের পর ইসরায়েলি বাহিনী সিরিয়ার গোলান মালভূমিতে প্রবেশ করেছে।

প্রেসিডেন্ট আসাদ পালানোর কিছুক্ষণের মধ্যেই দেশটিতে সেনা পাঠানোর ঘোষণা দেয় ইসরায়েল। এই ঘটনার প্রেক্ষিতে ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো সীমান্ত পেরিয়ে সিরিয়ায় সামরিক অবস্থান নিল ইসরায়েল।

ইসরায়েলের সংবাদসংস্থা মারিভের মতে, সিরিয়ার সশস্ত্র সংগঠন ও বেসামরিক নাগরিকরা যেন ইসরায়েলে অপতৎপরতা ঘটাতে না পারে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে ইসরায়েরলের অভিবাসী-বিষয়ক মন্ত্রী অ্যামিচাই চিকলি সিরিয়ার মাউন্ট হারমন ও গোলান মালভূমিতে ইসরায়েলের শক্ত অবস্থান নিশ্চিত করার আগ্রহ প্রকাশ করেন।

১৯৭৪ সালে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে স্বাক্ষরিত পার্পল লাইন চুক্তির কঠোর বাস্তবায়নের উদ্দেশ্যে অঞ্চলটিতে ইসরায়েল ট্যাংক পাঠিয়েছে বলে জানায় মারিভ।

১৯৬৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত সিরিয়া ও ইসরায়েলের মধ্যে গোলান মালভূমির দখল নিয়ে যুদ্ধ হয়। চলমান মধ্যপ্রাচ্য সংকটে ইসরায়েলের এই পদক্ষেপ নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নওরোজ/এসএইচ