ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার যৌথবাহিনীর হাতে রসিক কাউন্সিলর গ্রেফতার লোহাগাড়া সড়ক দূর্ঘটনা ট্রাজেডি: মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ৩জন লোহাগাড়ায় থামছেইনা মহাসড়কের মৃত্যুর মিছিল, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত ৯ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ১২০ পরিবারে ঈদ পালন লঞ্চ থেকে আবর্জনা নদীতে ফেললে নেয়া হবে ব্যবস্থা রংপুরে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায় বরগুনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত

টি-টোয়েন্টিতেও ভারতের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ১০:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • / ৮৯ Time View

বাংলাদেশের ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাট খুব একটা আপন ছিল না কখনোই। তবু, আজ কিছুটা সেই মেজাজের ব্যাটিং দেখা গেল। হায়দরাবাদে রান তাড়ায় ১০ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ৯৪।

শনিবার (১২ অক্টোবর) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে পাহাড় সমান ২৯৮ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে নির্ধারতি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলতে পারে বাংলাদেশ। এতে ১৩৩ রানের জয় পায় ভারত। সেই সঙ্গে ৩-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে স্বাগতিকরা।

প্রথম ১০ ওভারেই বাংলাদেশ তুলেছিল ৯৪ রান, তবে দ্রুত উইকেট হারানো এবং ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের কারণে সেই ভালো শুরু ধরে রাখতে পারেনি দলটি। ওপেনার পারভেজ হোসেন ইমন প্রথম বলেই ফিরে যান মায়াঙ্ক যাদবের বলে। তবে লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ব্যাটিংয়ে কিছুটা আশা দেখা গেলেও ভারতের বিপক্ষে বাংলাদেশ সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। লিটন দাস ২৫ বলে ৪২ রান করেন, যেখানে ছিল ৮টি চার। তবে আক্রমণাত্মক ব্যাটিংয়ের শুরু হলেও লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হন তিনি।

তাওহীদ হৃদয় ৫০ রানের ইনিংস খেলে দলের স্কোর বাড়ানোর চেষ্টা করলেও বাকিরা তাকে খুব একটা সঙ্গ দিতে পারেনি। বিশেষ করে মাহমুদউল্লাহ, যিনি নিজের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯ বল খেলে মাত্র ৮ রান করে আউট হন। ম্যাচটিতে রানের বিবেচনায় এটি বাংলাদেশের সবচেয়ে বড় হারগুলোর একটি হয়ে রইল।

ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশি বোলারদের জন্য দিনটি ছিল ভুলে যাওয়ার মতো। সঞ্জু স্যামসন মাত্র ৪০ বলে সেঞ্চুরি করে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। সূর্যকুমার যাদব ৩৫ বলে ৭৫ রান করেন এবং হার্দিক পান্ডিয়া মাত্র ১৮ বলে ৪৭ রান করেন। তাসকিন আহমেদ, তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান—তিনজনই ৫০ এর বেশি রান দেন। তানজিম সাকিব তার ৪ ওভারে ৬৬ রান খরচ করেন, যা বাংলাদেশের কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

টি-টোয়েন্টিতেও ভারতের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
Update Time : ১০:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

বাংলাদেশের ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাট খুব একটা আপন ছিল না কখনোই। তবু, আজ কিছুটা সেই মেজাজের ব্যাটিং দেখা গেল। হায়দরাবাদে রান তাড়ায় ১০ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ৯৪।

শনিবার (১২ অক্টোবর) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে পাহাড় সমান ২৯৮ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে নির্ধারতি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলতে পারে বাংলাদেশ। এতে ১৩৩ রানের জয় পায় ভারত। সেই সঙ্গে ৩-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে স্বাগতিকরা।

প্রথম ১০ ওভারেই বাংলাদেশ তুলেছিল ৯৪ রান, তবে দ্রুত উইকেট হারানো এবং ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের কারণে সেই ভালো শুরু ধরে রাখতে পারেনি দলটি। ওপেনার পারভেজ হোসেন ইমন প্রথম বলেই ফিরে যান মায়াঙ্ক যাদবের বলে। তবে লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ব্যাটিংয়ে কিছুটা আশা দেখা গেলেও ভারতের বিপক্ষে বাংলাদেশ সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। লিটন দাস ২৫ বলে ৪২ রান করেন, যেখানে ছিল ৮টি চার। তবে আক্রমণাত্মক ব্যাটিংয়ের শুরু হলেও লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হন তিনি।

তাওহীদ হৃদয় ৫০ রানের ইনিংস খেলে দলের স্কোর বাড়ানোর চেষ্টা করলেও বাকিরা তাকে খুব একটা সঙ্গ দিতে পারেনি। বিশেষ করে মাহমুদউল্লাহ, যিনি নিজের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯ বল খেলে মাত্র ৮ রান করে আউট হন। ম্যাচটিতে রানের বিবেচনায় এটি বাংলাদেশের সবচেয়ে বড় হারগুলোর একটি হয়ে রইল।

ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশি বোলারদের জন্য দিনটি ছিল ভুলে যাওয়ার মতো। সঞ্জু স্যামসন মাত্র ৪০ বলে সেঞ্চুরি করে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। সূর্যকুমার যাদব ৩৫ বলে ৭৫ রান করেন এবং হার্দিক পান্ডিয়া মাত্র ১৮ বলে ৪৭ রান করেন। তাসকিন আহমেদ, তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান—তিনজনই ৫০ এর বেশি রান দেন। তানজিম সাকিব তার ৪ ওভারে ৬৬ রান খরচ করেন, যা বাংলাদেশের কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড।

নওরোজ/এসএইচ