টি-টেন লিগে বাংলাদেশের তিন ক্রিকেটারের ম্যাচ কবে কখন
- Update Time : ০২:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ৭৮ Time View
কাল শুরু হয়েছে আবুধাবি টি-টেন লিগ। এই লিগে অংশ নিচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, সাইফ হাসান ও তাসকিন আহমেদ। সাকিব রয়্যাল চ্যাম্পসের অধিনায়কত্ব করবেন। তাসকিন খেলবেন নর্দান ওয়ারিয়র্সে। বাংলাদেশ দলের নতুন তারকা সাইফ খেলবেন অ্যাসপিন স্ট্যালিয়নসে।
তাসকিনের দল কাল উদ্বোধনী দিনেই ম্যাচ খেলেছেন। সাকিব ও সাইফের দল মাঠে নামবে আজ।
বাংলাদেশ দলের এই তিন ক্রিকেটারের ম্যাচ কখন কবে?
সাকিব আল হাসানের রয়্যাল চ্যাম্পসের খেলা রয়েছে ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে, ২০ নভেম্বর বিকেল সাড়ে ৫টায়, ২১ নভেম্বর রাত ১০টায়, ২৩ নভেম্বর বিকেল সাড়ে ৫টায়, ২৬ ও ২৭ নভেম্বর রাত ১০টায় এবং ২৮ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।
তাসকিনের নর্দান ওয়ারিয়র্সের খেলা রয়েছে ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে, ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৫টায়, ২১ ও ২২ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে, ২৩ নভেম্বর রাত ১০টায়, ২৬ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় ও ২৭ নভেম্বর রাত ১০টায়।
সাইফের দল অ্যাসপিন স্ট্যালিয়নসের খেলা রয়েছে ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৫টায়, ২০ নভেম্বর রাত ১০টায়, ২২ নভেম্বর বিকেল সাড়ে ৫টায়, ২৩ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে, ২৫ও ২৬ নভেম্বর রাত ১০টায় এবং ২৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































