টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
 
																
								
							
                                - Update Time : ০৯:২৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ৫০৯ Time View
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার বানিজ্যিক এলাকা করটিয়া কলেজ পাড়ায় মো: সাইফুল ইসলাম (বাবু) এর বাড়িতে প্রেমিকার অনশন।
 ২৮ এপ্রিল (শুক্রবার) সকালে ৬টার দিকে করটিয়া কলেজ পাড়ায় মো: সাইফুল ইসলাম (বাবু) পিতা:মো:মনোয়ার হোসেন মাতা: আরিফা বেগম এর বাড়িতে অনশন করেন প্রেমিকা।
২৮ এপ্রিল (শুক্রবার) সকালে ৬টার দিকে করটিয়া কলেজ পাড়ায় মো: সাইফুল ইসলাম (বাবু) পিতা:মো:মনোয়ার হোসেন মাতা: আরিফা বেগম এর বাড়িতে অনশন করেন প্রেমিকা।
প্রেমিকা জানান, আমি এখন কি করবো কোথায় যাব। আমার মান সম্মান সব শেষ। বাবু আমাকে প্রেমের ফাঁদে ফেলে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এবং বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়ায়। তারপর আমার সাথে বিভিন্ন রকমের সম্পর্কের পায়তারা করে। আমরা একই সাথে টাঙ্গাইল ল’ কলেজে পড়তাম। সেখান থেকে আমাদের পরিচয়। আস্তে আস্তে যখন আমাদের সম্পর্ক গভীর হতে থাকে তখন আমি বাবুকে বলি আমার আগে বিয়ে হয়েছিল। এ কথা শোনার পর বাবু আমাকে বলে তাতে আমার কোন সমস্যা নেই। আমি এটাও বলি তোমার চেয়ে তো আমার বয়স বেশি। তোমার পরিবার কি আমাকে মেনে নিবে? তখন বাবু আমাকে বলে তাতে কোনো সমস্যা নেই আমাদের নবীর তো এমন অনেক ঘটনা আছে। তখন নবীর সাথে তুলনা করে আমাকে অনেক প্রলোভন দেখিয়ে তার প্রেমের ফাঁদে ফেলে। এখন আমার সাথে যোগাযোগ বাদ দিয়ে আমাকে অস্বীকার করতেছে। বাধ্য হয়ে আমার ভালবাসার অধিকার আদায়ের জন্য আজ আমি সাইফুল ইসলাম বাবুর বাড়িতে অধিকার আদায় করতে এসেছি । আমি দেশ ও দশের কাছে এর সঠিক বিচার চাই।
তিনি আরও বলেন যতদিন না আমাকে সাইফুল বিয়ে করবে ততদিন আমি আমার অধিকার আদায়ের জন্য অনশন করে যাবো।
এ বিষয়ে সাইফুল ইসলাম (বাবু) ও তার পরিবারের সাথে কথা বললে তারা সবাই ক্যামারার সামনে কথা বলতে রাজি হয়নি।
 
					 
																			








































































































































































































