টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতি ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

- Update Time : ১০:২৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ৭২ Time View
টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা-২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় শহরের ভিক্টোরিয়া ফুড জোন পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি ও জেলা পরিবেশক মালিক সমিতির প্রধান উপদেষ্টা আবুল কালাম মোস্তফা লাবু। এ সময়
টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামীমুর রহমান খান শামীম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিবেশক মালিক সমিতির উপদেষ্টা আরফান আলী খান, উপদেষ্টা মীর মহব্বত হোসেন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা পরিবেশক মালিক সমিতির উপদেষ্টা মহব্বত হোসেন, উপদেষ্টা সাইমন তালুকদার রাজিব, আহসান খান আছু, মাহফুজুর রহমান মামুন, দুলাল চন্দ্র সাহা, জেলা পরিবেশক মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম সিদ্দিকী, জেলা পরিবেশক মালিক সমিতি সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় সিলেকশনের মাধ্যমে সবার সম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য শামীমুর রহমান খান শামীম কে সভাপতি এবং রফিকুল ইসলাম রফিক কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এবং পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।