টঙ্গীতে মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে গার্মেন্টস কর্মী আটক

- Update Time : ০৬:০১:০১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ১১৯ Time View
গাজীপুরের টঙ্গীতে পশ্চিম থানাধীন মজুমদার গার্মেন্টস লিমিটেডে কর্মরত এক গার্মেন্টস শ্রমিককে আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে আটক করেছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি থোয়াই মারমা (২৭), রাঙ্গামাটি জেলার কাউখালি থানার চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। তিনি গত ১৭ জুলাই ২০২৪ থেকে মজুমদার গার্মেন্টসে কোয়ালিটি অডিটর হিসেবে কর্মরত ছিলেন।
প্রাথমিক তথ্যমতে, সহকর্মী রিমা চাকমার কাছে পাঠানো এক ভয়েস মেসেজে ধর্মীয় অবমাননাকর বক্তব্য শোনা যায়। পরে ওই মেসেজটি অন্য সহকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং কারখানার শ্রমিকদের মাঝে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
বিষয়টি জানাজানি হলে দুপুর ১টা ১০ মিনিটে টঙ্গী পশ্চিম থানা পুলিশকে অবহিত করা হয়। এরপর এসআই মো. আরফান সঙ্গীয় ফোর্সসহ অভিযুক্ত থোয়াইকে আটক করে থানায় নিয়ে যায়।
আটকের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ইস্কেন্দার হাবিবুর রহমান জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়