টঙ্গীতে বাউন্ডারি দেওয়াল চাপায় মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু
- Update Time : ১১:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ১৫৭২ Time View
গাজীপুরের টঙ্গীতে দেওয়াল চাপায় আরাফাত (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যার আগে টঙ্গীর আউচপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত স্থানীয় জামেয়া কুরআনিয়া আউচপাড়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। তিনি মৃত সানোয়ার হোসেনের পুত্র এবং রিফা বেগমের একমাত্র সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে আউচপাড়ার পারভেজ নামের এক ব্যক্তির বাড়ির পাশে খেলার সময় হঠাৎ করে বাউন্ডারি দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ে।
এতে আরাফাত দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল হাসান জামিল বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুরো বিষয়টি তদন্তের আওতায় আনা হবে। যদি বাড়ির মালিক পারভেজের গাফিলতি প্রমাণিত হয়, তাহলে তাকেও আইনের মুখোমুখি করা হবে। কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।














































































































































































