ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মোঃ হানিফ হোসেন, টঙ্গী
  • Update Time : ০৬:০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / ১১ Time View

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানায় শ্রমিকরা।

সকাল ৮টা থেকে দশটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

বিক্ষুব্ধ শ্রমিক সূত্রে জানা গেছে, টঙ্গীর হোসেন মার্কেট এলাকার এইচ আই এস অ্যাপারেলস লিমিটেডের প্রায় ১৩শ শ্রমিকের এপ্রিল মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ বারবার বকেয়া বেতন পরিষদের আশ্বাস দিলেও এই আশায় বাস্তবায়ন করেননি।

এর আগেও বেশ কয়েকবার এ কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভে অংশ নেওয়া নারী শ্রমিক নাহিদা আক্তার বলেন,আমরা প্রতিদিন সকাল-সন্ধ্যা কষ্ট করে কাজ করি, অথচ মাস শেষে বেতনের জন্য রাস্তায় নামতে হয়। এটা কতটা অপমানজনক, সেটা মালিকপক্ষ বোঝে না। আরেক শ্রমিক সবুজ মিয়া বলেন,বেতন না পেলে বাসাভাড়া, বাজারের বাকি, সন্তানদের খরচ কিছুই মেটানো যায় না। তাই বাধ্য হয়েই আমরা রাস্তায় বসেছি। এ বিষয় বক্তব্য জানতে কারখানার মালিক মো. ইকবাল হোসেনকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন,শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সকাল নয়টার দিকে মহাসড়কে বসে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে ও আশ্বাসে তাঁরা সকাল ১০টার দিকে অবরোধ তুলে নেয়। তাদের সমস্যার সমাধানের জন্য চেষ্টা চলছে।
টঙ্গী থেকে হানিফ

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মোঃ হানিফ হোসেন, টঙ্গী
Update Time : ০৬:০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানায় শ্রমিকরা।

সকাল ৮টা থেকে দশটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

বিক্ষুব্ধ শ্রমিক সূত্রে জানা গেছে, টঙ্গীর হোসেন মার্কেট এলাকার এইচ আই এস অ্যাপারেলস লিমিটেডের প্রায় ১৩শ শ্রমিকের এপ্রিল মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ বারবার বকেয়া বেতন পরিষদের আশ্বাস দিলেও এই আশায় বাস্তবায়ন করেননি।

এর আগেও বেশ কয়েকবার এ কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভে অংশ নেওয়া নারী শ্রমিক নাহিদা আক্তার বলেন,আমরা প্রতিদিন সকাল-সন্ধ্যা কষ্ট করে কাজ করি, অথচ মাস শেষে বেতনের জন্য রাস্তায় নামতে হয়। এটা কতটা অপমানজনক, সেটা মালিকপক্ষ বোঝে না। আরেক শ্রমিক সবুজ মিয়া বলেন,বেতন না পেলে বাসাভাড়া, বাজারের বাকি, সন্তানদের খরচ কিছুই মেটানো যায় না। তাই বাধ্য হয়েই আমরা রাস্তায় বসেছি। এ বিষয় বক্তব্য জানতে কারখানার মালিক মো. ইকবাল হোসেনকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন,শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সকাল নয়টার দিকে মহাসড়কে বসে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে ও আশ্বাসে তাঁরা সকাল ১০টার দিকে অবরোধ তুলে নেয়। তাদের সমস্যার সমাধানের জন্য চেষ্টা চলছে।
টঙ্গী থেকে হানিফ