ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় জমি দখলের অভিযোগ

মোঃ হানিফ হোসেন
  • Update Time : ০৫:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ১৯১ Time View

জমি দখলের অভিযোগ

গাজীপুরের টঙ্গী ৫২ নম্বর ওয়ার্ডে জমি দখলের অভিযোগ উঠেছে এবং ভয়-ভীতি প্রদর্শন ও ক্ষমতার অপব্যবহার নিয়ে স্থানীয়দের ক্ষোভ চরমে পৌঁছেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, এক প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় একদল লোক রাতের অন্ধকারে এসে জমির সীমানা পরিবর্তন করে বেআইনিভাবে দেয়াল তুলছে।

স্থানীয় বাসিন্দা মামুন দৈনিক নওরোজ কে জানান, আমার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কাউকে কিছু না বলে রাতারাতি এসে দেয়াল তুলে দিয়েছে। যদি মালিকানা দাবি সত্য হয়, তাহলে আইনসম্মতভাবে জমি মাপজোক হোক। কিন্তু এখানে ক্ষমতার জোরেই সব চলছে।

ভুক্তভোগী মামুনের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র আধিপত্য বিস্তার করে রেখেছে। তাঁদের বিরুদ্ধে বহুবার সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, থানায় গেলে টাকা লাগে, আদালতে গেলে টাকা লাগে। সামাজিক সালিশ চাইলেও টাকার প্রভাব। আমরা বিচারহীনতার মধ্যে আটকে গেছি।

স্থানীয়দের অভিযোগ: খোকন মিয়া এলাকায় ‘ইয়াবা ব্যবসায়ী’ ও ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত এলাকাবাসীর একাংশের দাবি, টঙ্গীর খোকন মিয়া নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে এলাকায় মাদক, ইয়াবা ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজির দৌরাত্ম্য অতিমাত্রায় বেড়ে গেছে। এলাকাবাসীর তথ্য অনুযায়ী খোকন মিয়া স্থানীয়ভাবে ‘ইয়াবা ব্যবসায়ী’ ও ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট বহু মামলা থাকার কথা শোনা যায়। তাদের দাবি, খোকন মিয়ার বিরুদ্ধে প্রায় ৬০টির মতো মামলা রয়েছে বলে জানা যায়। যার অধিকাংশই মাদক সংক্রান্ত। কিন্তু তাঁকে গ্রেপ্তার করতে গেলেই বিভিন্নভাবে বিষয়টি ম্যানেজ হয়ে যায়।

তবে এসব অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যাচাইয়ের প্রয়োজন রয়েছে। অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য মেলেনি এ বিষয় খোকন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের দাবি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি কঠোর ব্যবস্থা জোর দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় জমি দখলের অভিযোগ

মোঃ হানিফ হোসেন
Update Time : ০৫:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গী ৫২ নম্বর ওয়ার্ডে জমি দখলের অভিযোগ উঠেছে এবং ভয়-ভীতি প্রদর্শন ও ক্ষমতার অপব্যবহার নিয়ে স্থানীয়দের ক্ষোভ চরমে পৌঁছেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, এক প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় একদল লোক রাতের অন্ধকারে এসে জমির সীমানা পরিবর্তন করে বেআইনিভাবে দেয়াল তুলছে।

স্থানীয় বাসিন্দা মামুন দৈনিক নওরোজ কে জানান, আমার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কাউকে কিছু না বলে রাতারাতি এসে দেয়াল তুলে দিয়েছে। যদি মালিকানা দাবি সত্য হয়, তাহলে আইনসম্মতভাবে জমি মাপজোক হোক। কিন্তু এখানে ক্ষমতার জোরেই সব চলছে।

ভুক্তভোগী মামুনের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র আধিপত্য বিস্তার করে রেখেছে। তাঁদের বিরুদ্ধে বহুবার সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, থানায় গেলে টাকা লাগে, আদালতে গেলে টাকা লাগে। সামাজিক সালিশ চাইলেও টাকার প্রভাব। আমরা বিচারহীনতার মধ্যে আটকে গেছি।

স্থানীয়দের অভিযোগ: খোকন মিয়া এলাকায় ‘ইয়াবা ব্যবসায়ী’ ও ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত এলাকাবাসীর একাংশের দাবি, টঙ্গীর খোকন মিয়া নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে এলাকায় মাদক, ইয়াবা ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজির দৌরাত্ম্য অতিমাত্রায় বেড়ে গেছে। এলাকাবাসীর তথ্য অনুযায়ী খোকন মিয়া স্থানীয়ভাবে ‘ইয়াবা ব্যবসায়ী’ ও ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট বহু মামলা থাকার কথা শোনা যায়। তাদের দাবি, খোকন মিয়ার বিরুদ্ধে প্রায় ৬০টির মতো মামলা রয়েছে বলে জানা যায়। যার অধিকাংশই মাদক সংক্রান্ত। কিন্তু তাঁকে গ্রেপ্তার করতে গেলেই বিভিন্নভাবে বিষয়টি ম্যানেজ হয়ে যায়।

তবে এসব অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যাচাইয়ের প্রয়োজন রয়েছে। অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য মেলেনি এ বিষয় খোকন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের দাবি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি কঠোর ব্যবস্থা জোর দাবি জানাচ্ছি।