টঙ্গীতে প্রবাসীর স্ত্রীকে মারধর, ভাসুর এবং জালদের বিরুদ্ধে থানায় অভিযোগ
- Update Time : ০৮:৪৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ১৯ Time View
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৫৭ নং ওয়ার্ড টঙ্গী বাজার আনারকলি রোড এলাকায় প্রবাসীর স্ত্রীকে মারধর করে ভাসুর গোলাম মাওলা(৫০) সাইফুল ইসলাম বাবলু(৪৫) ও ভাসুরের স্ত্রী তানিয়া আক্তার(৩০) নুর জাহান নুপুর(২৬) এর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে প্রবাসীর স্ত্রী জুই মনি(২২) বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে ও বাদীর বক্তব্যে জানা যায় যে বাদী জোই মনির স্বামী মোঃ মাহফুজুর রহমান ইটালী প্রবাসী। বর্তমানে বিবাদীগণ জুই মনিকে বিভিন্ন ভাবে শারীরিক ও মানুষিক নির্যাতন করে আসছে। অভিযোগ সুত্রে আরো জানা যায় গতকাল সোমবার (১ লা ডিসেম্বর ২০২৫ ইং) তারিখে বাদীর স্বামীর কথায় বিবাদীদের বাসাই আসলে বিবাদীগণ বাদীকে দুই ঘন্টা আটক করে মারধর করে ডান হাতে রক্তাক্ত জখম করে এবং শ্লীলতাহানীর চেষ্টা করে। আমার স্বামীকে বিষয়টি জানাইলে পরে আমার স্বামী আমার বান্ধবী রিদিকে খবর দেয় আমাকে উদ্ধার করার জন্য। আমার বান্ধবী রিদি বিবাদীর বাসার সামনে আসতেই তারা রিদিকে জোর পূর্বক টেনে হিচড়ে বাসার মধ্যে একটি রুমে আটক রাখার চেষ্টা করে। পরে আমার আত্মীয় স্বজন পুলিশ নিয়ে আসবে বলে হুমকি দিলে বিবাদীরা আমার গলা ধাক্কা দিয়ে বাহির করে দেয়।পরে স্থানীদের সহযোগিতায় টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি। আমার ডান হাতে পাঁচটি সেলাই লাগে।
এ বিষয়ে বিবাদী সাইফুল ইসলাম বাবুল এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই এহেতেশাম এর মুঠোফোনে কথা হলে তিনি বলেন অভিযোগটি তদন্ত করে, ওসি সাহেবের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


































































































