টঙ্গীতে ঝুট গুদাম ও কাঁচামালের দোকানে আগুন

- Update Time : ০৪:৩৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৪ Time View
গাজীপুরের টঙ্গীর মিল গেট এলাকায় ঝুট গুদাম ও কাঁচামালের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় সকাল ৭টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের ঢাকা জোন ৩ এর উপ-সহকারী পরিচালক মো. আব্দুল মন্নান বলেন, শুক্রবার ভোর রাত সাড়ে ৫টার দিকে টঙ্গীর মিল গেট এলাকায় আগুনের খবর পায় টঙ্গী ফায়ার সার্ভিস। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সবশেষ ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় সকাল ৭টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও বলেন, আগুন লাগার খবরে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। পরবর্তী সময়ে পানির কোনো সোর্স না থাকায় অতিরিক্ত সাহায্য চেয়ে উত্তরা ফায়ার সার্ভিস আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করে। ঘটনাস্থলে কিছু ঝুট গুদাম ছিল, রংয়ের গুদাম ছিল, কাঁচামাল ও মুদির মালসহ বিভিন্ন ধরনের দোকান ছিল। সেখানে আগুন লাগে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে তিনি জানান।