টঙ্গীতে জিয়াউর রহমান ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

- Update Time : ০৭:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ২৭৪ Time View
গাজীপুরের টঙ্গীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে গাসিক ৫৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস প্রাঙ্গনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভা শেষে বিশেষ দোয়া ও তিন সহস্রাধিক সাধারণ মানুষের তবারক বিতরণ করা হয়।
৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাকেরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জরুল করিম রনি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকরি সভাপতি সালাহ্ উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আরিফ হোসেন হাওলাদার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন,টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর , টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারন সম্পাদক গাজী সালাউদ্দিন, স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম, সেলিম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান রাজু, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী। মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর সিদ্দিক, রাতুল ভুঁইয়া, বিএনপি নেতা আল আমিন হোসেন, জামাল উদ্দিন প্রমূখ।