টঙ্গীতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের আলোচনা সভা

- Update Time : ০৮:৫৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / ১৪০ Time View
বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল গাজীপুর মহানগরের উদ্যোগে টঙ্গীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় তারেক রহমানের ৩১ দফা প্রস্তাব বাস্তবায়নের লক্ষে নেতাকর্মীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার দুপুরে টঙ্গীতে শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি সালাউদ্দিন সরকারের বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবীদল গাজীপুর মহানগর ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া-মিলাদের আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী কর্মজীবী দল গাজীপুর মহানগরের প্রতিষ্ঠাতা সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন সরদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক সরাফত হোসেন, জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এইচ এম আনিছুজ্জামান মানিক, বিশিষ্ট ব্যবসায়ী সৌমিক সরকার, জাতীয়তাবাদী কর্মজীবী দল গাজীপুর মহানগরের সহ সভাপতি কবির খান, জাতীয়তাবাদী কর্মজীবী দল গাজীপুর মহানগরের দপ্তর সম্পাদক সঞ্জয় হালদার, ৪৬নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি আব্দুল্লাহ প্রমুখ।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
নওরোজ/এসএইচ