ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে চুরির লিখিত অভিযোগে এক মাসেও মামলা নেয়নি পুলিশ।

মোঃ হানিফ হোসেন,টঙ্গী প্রতিনিধি
  • Update Time : ০৪:১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / ৬২৮ Time View

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এসআই বাইজিদের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ। টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় সংঘবদ্ধ চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের এক মাস পার হলেও এখনো মামলা নেয়া হয়নি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানার কর্মকর্তাদের বিরুদ্ধে গড়িমসি ও ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী মো. মিজানুর রহমান (৪২) তার পরিবার নিয়ে গত ০৩ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ০৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি ফিরে দেখেন, ঘরের তালা ভাঙা এবং আলমারি ও বিভিন্ন কক্ষ তছনছ করা অবস্থায় রয়েছে। তিনি অভিযোগ করেন, সংঘবদ্ধ চোরচক্র ঘরে প্রবেশ করে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকা, বিভিন্ন মূল্যবান আসবাবপত্র, পোশাক-আশাক, ইলেকট্রনিকস সামগ্রীসহ প্রায় ১০ লক্ষ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। ভুক্তভোগীর দাবি, থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও তদন্ত কর্মকর্তা এসআই বাইজিদ তার কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। কিন্তু এর পরও এক মাস কেটে গেলেও মামলা নেয়া হয়নি। এতে তিনি ভীষণ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার বাড়িতে চুরি হয়েছে অথচ মামলা হয়নি। তদন্ত কর্মকর্তাকে টাকা দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে, মামলার অগ্রগতি না হওয়ায় গণমাধ্যমকর্মীরা টঙ্গী পূর্ব থানার সেকেন্ড অফিসার তুহিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, কি হয়েছে ঘটনা আমি জানি না। তবে চুরির ঘটনায় তদন্ত সাপেক্ষে আজই আমরা মামলা নেব।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাটি দুঃখজনক। পুনরায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, পুলিশের গড়িমসি ও ঘুষের কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা দ্রুত চোরদের গ্রেফতার, লুট হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি দোষী পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে চুরির লিখিত অভিযোগে এক মাসেও মামলা নেয়নি পুলিশ।

মোঃ হানিফ হোসেন,টঙ্গী প্রতিনিধি
Update Time : ০৪:১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এসআই বাইজিদের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ। টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় সংঘবদ্ধ চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের এক মাস পার হলেও এখনো মামলা নেয়া হয়নি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানার কর্মকর্তাদের বিরুদ্ধে গড়িমসি ও ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী মো. মিজানুর রহমান (৪২) তার পরিবার নিয়ে গত ০৩ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ০৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি ফিরে দেখেন, ঘরের তালা ভাঙা এবং আলমারি ও বিভিন্ন কক্ষ তছনছ করা অবস্থায় রয়েছে। তিনি অভিযোগ করেন, সংঘবদ্ধ চোরচক্র ঘরে প্রবেশ করে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকা, বিভিন্ন মূল্যবান আসবাবপত্র, পোশাক-আশাক, ইলেকট্রনিকস সামগ্রীসহ প্রায় ১০ লক্ষ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। ভুক্তভোগীর দাবি, থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও তদন্ত কর্মকর্তা এসআই বাইজিদ তার কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। কিন্তু এর পরও এক মাস কেটে গেলেও মামলা নেয়া হয়নি। এতে তিনি ভীষণ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার বাড়িতে চুরি হয়েছে অথচ মামলা হয়নি। তদন্ত কর্মকর্তাকে টাকা দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে, মামলার অগ্রগতি না হওয়ায় গণমাধ্যমকর্মীরা টঙ্গী পূর্ব থানার সেকেন্ড অফিসার তুহিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, কি হয়েছে ঘটনা আমি জানি না। তবে চুরির ঘটনায় তদন্ত সাপেক্ষে আজই আমরা মামলা নেব।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাটি দুঃখজনক। পুনরায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, পুলিশের গড়িমসি ও ঘুষের কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা দ্রুত চোরদের গ্রেফতার, লুট হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি দোষী পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।