টঙ্গীতে ইলেকট্রনিক্স দোকানে সন্ত্রাসী হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- Update Time : ০৮:৩৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ৪৫ Time View
গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় পূর্ব গোপালপুর বুধবার রাতে একটি ইলেকট্রনিক্স দোকানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে বলে থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগী মোঃ বিল্লাল হোসেন (৪১)।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব গোপালপুরের বি–টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স নামের দোকানে হঠাৎ করে ১৮ জন নাম ঠিকানা প্রকাশিত ব্যক্তি ও অজ্ঞাতনামা আরও ২০–৩০ জন মিলে হামলা চালায়। তারা দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে প্রায় ৬ লাখ টাকা সহ মালামাল লুট করে নিয়ে যায়। অভিযোগে যাদের নাম মোঃ কামাল (৩২), মোঃ হাসান (২৮), মোঃ নুরুল ইসলাম (৩০), মোঃ বাবু (৩০), মোঃ সুজন (২৫), মোঃ হোসাইন (৩০), মোঃ হাসান (৩২), মোঃ সজিব (৩২), মোঃ পুতিয়া (৩০), মোঃ দেলোয়ার হোসেন দেলু (৩২), মোঃ আবুল কালাম আজাদ (৪০), মোঃ ফাহিম (২৫), মোঃ জুনায়েত (২৫), মোঃ রনি (২৩), মোঃ আক্তার (২৪), মোঃ জনি (২৬), মোঃ রাজিব (৩০) এবং কসাই রাকিব (২৯)। ভুক্তভোগীর অভিযোগ উল্লেখিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
হামলাকারীরা দোকানের সামনে থাকা দুটি মোটরসাইকেল কুপিয়ে ভাঙচুর করে। এছাড়া ধারালো দেশীয় অস্ত্র, সুইচগিয়ার ও পিন্ডুল প্রদর্শন করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ ঘটনায় তিনি ও তার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন।ঘটনার পর ভুক্তভোগী মোঃ বিল্লাল হোসেন টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দাখিল করেন এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: ওয়াহিদুজ্জামান ঘটনাটি শুনেছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































