টঙ্গী ফ্লাইওভারের উপরে গ্রীন ইউনিভার্সিটি বাস এবং মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

- Update Time : ০৪:০০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৭ Time View
গাজীপুরের টঙ্গী ফ্লাইওভারের উপরে গ্রীন ইউনিভার্সিটি বাস এবং মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষের শওকত হাসান (৩৮) নামে মোটর সাইকেলচালকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায়-টঙ্গী কাদেরিয়া টেক্সটাইল মিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শওকত হাসান টঙ্গীর ২০/১ হোসেন মার্কেট এলাকার তাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী রাজু আহমেদ বলেন ,শওকত হাসান মোটরসাইকেল চালিয়ে ঢাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা গ্রিন ইউনিভার্সিটির একটি বাস (ঢাকা মেট্রো-স-১১-০৬৯৯) রংসাইড দিয়ে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শওকত হাসান মারা যান। সংবাদ পেয়ে পুলিশ বাসটি আটক করে। নিহতের লাশ হাসপাতালে নেওয়া হয়েছে।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিজন মালাকার সংবাদ নিশ্চিত করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।