টঙ্গী পাইলট কলেজের শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
- Update Time : ০৩:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১১৮২ Time View
গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের শিক্ষক মো. হারুন অর রশিদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। বুধবার (৫ নভেম্বর) কলেজের গভর্নিং বডির সভাপতি ড. শাহনেওয়াজ জিল্লুর রহমান খান স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত কলেজের গভর্নিং বডি সভায় আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, শিক্ষক মো. হারুন অর রশিদ কর্তৃক ১৯ নং সোশ্যাল সায়েন্স গ্রুপের ক্লাসে অপ্রত্যাশিত আচরণ ও শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে।
এ ঘটনায় কলেজের শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ায় তাকে কারণ দর্শাতে বলা হয়েছে কেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না। তাকে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।
অধ্যক্ষ ড. শাহনেওয়াজ দিলরুবা খান বলেন, “প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে কলেজ প্রশাসন জানিয়েছে, লিখিত জবাব পাওয়ার পর তদন্ত কমিটির মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হবে এবং প্রতিবেদন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।




























































































































































































